
ছবি সংগৃহীত
প্রচলিত ভুল-০৫ : জোটে যদি মোটে একটি পয়সা…; এই কবিতাংশটুকু কোনো হাদিসের বক্তব্য নয়
আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৪, ১৩:০৯
জোটে যদি মোটে একটি পয়সা খাদ্য কিনিয়ো ক্ষুধার লাগি’ দুটি যদি জোটে অর্ধেকে তার ফুল কিনে নিয়ো, হে অনুরাগী! কবি সত্যেন্দ্রনাথ দত্ত রচিত ফুলের ফসল নামক কবিতার কয়েকটি লাইন বা পঙতি । কবির কবিত্ব কিংবা কবিতার গুণ-বিচার এখানে কাম্য নয়। আমার আলোচ্য বিষয় হলো- কবিতাংশটুকু কি কোনো হাদিসের কাব্যরুপ নাকি স্বতন্ত্র কোনো কবিতা? বিষয়টি কেবল প্রচলিতই নয়; বহুল প্রচলিত যে, এই কবিতাংশটুকু নাকি মহনবি হজরত মুহাম্মাদ (সা.)-এর হাদিস বা বানীর অনুকরনে লিখেছেন কবি সত্যেন্দ্রনাথ দত্ত । ২০১০ সালে ৭ মার্চ তারিখের দৈনিক সংগ্রাম পত্রিকায় একজন লেখক ‘রাসূল (সা.) ফুল ভালোবাসতেন’ শিরোনামে এক প্রবন্ধে লিখেছেন, একজন কবি রাসূল (সা.)-এর একটি বিখ্যাত হাদিসের কাব্যরূপ দিয়েছেন এভাবে- ‘‘জোটে যদি মোটে একটি পয়সা…হে অনুরাগী।’’ কেবল এই লেখকই নন, এমন অনেক লেখক এবং সাধারণ মানুষও এই কবিতাংশটুকুকে হাদিসের ভাষ্য বলেই জানেন। আরো মজার ব্যাপার হলো- ভুল এই প্রচলনটিকেই ফুলের প্রতি নবীজির (সা.) ভালোবাসার দলিল হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু এই কবিতাটির বক্তব্যটুকু কোনো সহিহ হাদিস বা অন্য কোনো প্রকার কোনো হাদিসের কাব্যরুপ নয়। হাদিসের কোনো সহিহ গ্রন্থে এই জাতীয় কোনো বক্তব্য পাওয়া যায় না। সুতরাং এই কবিতাংশটুকুকে মহানবির (সা.) হাদিসের কাব্যরুপ বলা কোনোভাবেই ঠিক নয়। কবি সত্যেন্দ্রনাথ দত্তের ব্যক্তিগত মহান উপলব্ধি পরিচয়ই এর জন্য যথষ্ঠে । বাস্তব সম্মত এবং উন্নত রুচিবোধের পরিচয় ঘটিয়েছেন কবি তার এই কাব্যজমিনে। রাসূল (সা.) ফুল ভালোবাসতেন এবং তিনি ছিলেন ফুলের মতই একজন মানুষ। শুভ্র এবং পবিত্র ছিলেন তিনি । তিরমিযি শরিফের একটি হাদিস থেকে ফুল উপহার দেওয়া বিষয়ে রাসুল (সা.)-এর পছন্দের কথা জানা যায়। রাসূলুল্লাহ (সা.)-এর ভাষা থেকে হজরত আবু উসমান আন্ নাহদি (রা.) বলেন, রাসূল (সা.) বলেছেন, যদি কাউকে ফুল উপহার দেয়া হয়, সে যেন তা ফিরিয়ে না দেয়। কেননা তা জান্নাত থেকে আনা হয়েছে। রাসূল (সা.)-এর অভ্যাস ছিল, কেউ তাঁকে ফুল উপহার দিলে তিনি তা ফিরিয়ে দিতেন না [বুখারি শরিফ]। সুতরাং ফুল ভালোবাসা নবীজির (সা.) সুন্নাত এবং ফুল ভালোরাসতেন রাসুল (সা.) নিজেও। কিন্তু তাই বলে রাসুল (সা.) বলেননি এমন কথাকে তার নামে চালিয়ে দেওয়া ঠিক নয়। এটি অনেক বড় অন্যায় । বিভিন্ন সহিহ হাদিসে আল্লাহ ও তার রাসুলের নামে মিথ্যা কথা বলা, মিথ্যার প্রচলন ঘটানোর ভয়াবহ শাস্তির কথা বলা হয়েছে । আল্লাহ আমাদের সবাইকে এমন গর্হিত কাজ থেকে বেচে থাকার তাওফিক দান করুন। আমিন। বিষয় সামঞ্জস্যতার খাতিরে আরো একটি গুরুত্বপূর্ণ কথা এখানে বলা হচ্ছে, ফুল উপহার দেওয়া ভালো, নবীজি ফুল ভালোবাসতেন- তাই বলে যাকে তাকে এবং যে কোনো নিয়ত-উদ্দেশ্যে ফুল উহার প্রদান করার সম্মতি ইসলাম দেয়নি। ফুল উপহার দেওয়ার ক্ষেত্রে আপনি কাকে এবং কি নিয়ত-উদ্দেশ্যে উপহার দিচ্ছেন সেটা বিবেচ্য । ইসলামি দৃষ্টিকোণের বিচারে অবৈধ সম্পর্কের কাউকে অবৈধ নিয়ত বা উদ্দেশ্যে ফুল উপহার দিলে, সে উপহার হবে আপনার জন্য পাপ। আর বৈধ সম্পর্কের কাউকে বৈধ নিয়ত বা উদ্দেশ্যে ফুল উপহার দিলে, সে উপহার বয়ে আনবে পূণ্য। গ্রন্থনা : মাওলানা মিরাজ রহমান