ছবি সংগৃহীত

দ্বৈত নাগরিকত্বের সুযোগ বাড়িয়ে নাগরিকত্ব-২০১৬’র খসড়া অনুমোদন

priyo.com
লেখক
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০১৬, ০৭:৫৬
আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০১৬, ০৭:৫৬

ছবি: ফোকাস বাংলা

(প্রিয়.কম) বাংলাদেশি নাগরিকদের জন্য দ্বৈত নাগরিকত্বের পরিসর সম্প্রসারিত করা হয়েছে। তবে বিচারপতি, সংসদ সদস্য, সাংবিধানিক পদে থাকা ব্যক্তি, বিভিন্ন বাহিনীসহ প্রজাতন্ত্রে কর্মরত ব্যক্তিরা দ্বৈত নাগরিক হতে পারবেন না। আজ সোমবার এ-সংক্রান্ত বাংলাদেশ নাগরিকত্ব আইন, ২০১৬ চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা

এদিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। 

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ায় পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য মন্ত্রিসভার বৈঠক আজ সকাল সাড়ে দশটায় সচিবালয়ের পরিবর্তে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

খসড়া আইনে মিথ্যা তথ্য দিয়ে নাগরিক হওয়ার ক্ষেত্রে শাস্তির বিধান রাখা হয়েছে। কেউ মিথ্যা তথ্য দিয়ে নাগরিক হলে তার পাঁচ বছরের কারাদণ্ড অথবা এক লাখ টাকার অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। 

এ আইনে নিষিদ্ধ ঘোষিত রাষ্ট্র ছাড়া বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সর্ম্পক আছে এমন সকল দেশের সঙ্গে দ্বৈত নাগরিকত্ব নিতে পারবেন বাংলাদেশের নাগরিকরা। তবে বিচারপতি, সংসদ সদস্য, সাংবিধানিক পদে থাকা ব্যক্তি, বিভিন্ন বাহিনীসহ প্রজাতন্ত্রে কর্মরত ব্যক্তিরা দ্বৈত নাগরিক হতে পারবেন না। 

বৈঠকে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীসহ মন্ত্রিসভার বেশিরভাগ সদস্য বৈঠকে অংশ নিয়েছেন। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।