প্রতারণার ফাঁদ ‘বিজ্ঞাপন দেখে ঘরে বসে আয় করুন’

প্রথম আলো প্রকাশিত: ০২ জুলাই ২০২৫, ১৩:১৯

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার এক কলেজশিক্ষার্থী গত মাসে ফেসবুকে প্রচারিত বিজ্ঞাপন থেকে একটি ওয়েবসাইটের খোঁজ পান। তিনি জানতে পারেন, প্রতিদিন বিজ্ঞাপন দেখে ঘরে বসে মাসে ১০ হাজার টাকা আয় করা যাবে। এর জন্য শুরুতে ১০ হাজার টাকা ওয়েবসাইটটির অ্যাকাউন্টে জমা করতে হবে।


প্রলুব্ধ হয়ে এই কলেজশিক্ষার্থী একটি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে ১০ হাজার টাকা ওয়েবসাইটটির অ্যাকাউন্টে জমা করেন। কয়েক দিন নিয়মিত ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখা শুরু করেন। কিছুদিন পরে ওয়েবসাইটে থাকা এই কলেজশিক্ষার্থীর অ্যাকাউন্টটি ‘ব্লক’ করে দেওয়া হয়। তাঁকে জানানো হয়, অ্যাকাউন্টটি আবার চালু করতে আরও পাঁচ হাজার টাকা দিতে হবে।


সন্দেহ হলে বন্ধুদের মাধ্যমে খোঁজ নিয়ে এই কলেজশিক্ষার্থী জানতে পারেন, ওয়েবসাইটটি প্রতারণামূলক। প্রায় এক সপ্তাহ ধরে বিভিন্নভাবে চেষ্টা করেও তিনি তাঁর জমা করা টাকা আর তুলতে পারেননি।


এই কলেজশিক্ষার্থীর মতো এমন প্রতারণার ফাঁদে পড়া ভুক্তভোগীর সংখ্যা কম নয়। ফেসবুকে বিভিন্ন পেজ থেকে বিজ্ঞাপন দিয়ে চালানো হচ্ছে এসব প্রতারণামূলক ওয়েবসাইটের প্রচারণা। এ নিয়ে করা একটি গবেষণা সম্প্রতি প্রকাশ করেছে অনলাইন ভেরিফিকেশন ও মিডিয়া গবেষণা প্ল্যাটফর্ম ডিসমিসল্যাব।


গবেষণায় উঠে এসেছে, ভিন্ন ভিন্ন নামে খোলা হলেও এসব ওয়েবসাইটের ডোমেইন নাম, হোস্টিং, এমনকি আইপি ঠিকানা অনেক ক্ষেত্রেই এক।


বিশেষজ্ঞরা বলছেন, বেশির ভাগ ক্ষেত্রে এসব ওয়েবসাইটের পেছনে একটি নির্দিষ্ট চক্র থাকে। তারা বারবার ভিন্ন নামে নতুন ফেসবুক পেজ ও ওয়েবসাইট খুলে একই কৌশলে সাধারণ মানুষের টাকা হাতিয়ে নেয়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও