ছবি সংগৃহীত

ত্বক যখন শ্যামলা

প্রিয় লাইফ
লেখক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৩, ১১:৫৭
আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৩, ১১:৫৭

শ্যামলা ত্বকের অধিকারীরা পোশাকের রঙ পছন্দ করতে গিয়ে সব সময়েই দ্বিধাগ্রস্ত থাকে। একই সমস্যা হয় মেকআপ করার সময়েও। নিজের শ্যাম বর্ণের গায়ের রঙ নিয়ে কেউ কেউ আবার হীনমন্যতাতেও ভোগেন। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে শ্যামলা ত্বকের সাথে মানানসই রং পছন্দ করে পোশাক নির্বাচন ও মেকআপ করলে অন্যদের তুলনায় অনেক বেশি আকর্ষণীয় দেখায়। তাহলে এক নজরে দেখে নিন শ্যামলা বর্ণের অধিকারীরা নিজেকে আকর্ষণীয় করে তুলতে কি কি করবেন।

পোশাকের রঙ নির্বাচন

যাদের ত্বক শ্যামলা বর্ণের তাঁরা পোশাক নির্বাচনের সময় পোশাকটি গায়ে ধরে আয়নায় নিজেকে দেখে নিন মানাচ্ছে কিনা। এমন রং নির্বাচন করুন যেটাতে আপনাকে উজ্জ্বল দেখায়। শ্যামলা ত্বক যাদের তাঁরা বাসন্তি, কমলাটে হলুদ, কমলা, গাঢ় লাল, মেরুন, সবুজ, নীলচে বেগুনী এই রঙগুলোর পোশাক পছন্দ করুন। কালো, গাঢ় বেগুনী, নেভি ব্লু, কালচে সবুজ, সাদা, হালকা গোলাপী ইত্যাদি রঙ এড়িয়ে চলুন কারণ এধরণের রঙে ত্বক বেশ কালচে দেখায়।

শ্যামলা ত্বকের মেকআপ

  • শ্যামলা ত্বকের জন্য ত্বকের থেকে বেশি হালকা রঙের ফাউন্ডেশন লাগানো ঠিক নয়। ত্বকের তুলনায় বেশি হালকা রঙের ফাউন্ডেশন লাগালে ত্বকের উপর ভেসে থাকবে এবং দেখতে মানানসই লাগবে না। তাই ত্বকের রঙের অথবা এক শেড হালকা ফাউন্ডেশন লাগান।
  • শ্যামলা ত্বকে ফাউন্ডেশন ঠিকমতো ব্লেন্ড করা জরুরী।
  • শুধু মুখে ফাউন্ডেশন না লাগিয়ে গলায় ও ঘাড়েও লাগিয়ে নিন।
  • প্যান কেক পছন্দ করতে একটু হলুদ শেড দেখে পছন্দ করুন। তাহলে ত্বকের রঙ উজ্জ্বল দেখাবে।
  • নিজের ত্বকের রঙের অথবা ত্বকের থেকে এক শেড হালকা রঙের ফেস পাউডার ব্যবহার করুন।
  • অরেঞ্জ, রোজ কালার অথবা কোরাল রঙের ব্লাশন ব্যবহার করুন।
  • গায়ের রঙ শ্যামলা হলে সাদা, রূপালী, হালকা গোলাপি, ফিরোজা, আকাশী ইত্যাদি রঙের আই শ্যাডো এড়িয়ে চলুন। হাইলাইটের জন্য কপার ব্রোঞ্জ রঙ বেছে নিন। আই শ্যাডোর ক্ষেত্রে কালো, গাঢ় নীল, সবুজ, ব্রাউন ইত্যাদি রঙ মানাবে।
  • কালো রঙের আই লাইনার, কাজল ও মাসকারা ব্যবহার করুন। অন্য রঙের কাজল, আইলাইনার বা মাসকারা ব্যবহার করলে ত্বক অনুজ্জ্বল দেখাবে।
  • লিপস্টিক ব্যবহারের ক্ষেত্রে গ্লসি লিপস্টিক ব্যবহার না করাই ভালো। উজ্জ্বল রঙের লিপস্টিক যেমন লাল, কমলা, গাঢ় গোলাপি, গাঢ় মেরুন ইত্যাদি রঙ ব্যবহার করুন।

চোখের লেন্স

যাদের গায়ের রঙ শ্যামলা তারা চোখের লেন্সের রঙ নিয়ে দ্বিধাগ্রস্থ থাকেন। কি রঙ মানাবে বুঝতে না পেরে অনেকে রঙিন লেন্সই পরতে চান না। যারা এই সমস্যায় ভুগছেন তাঁরা ব্রাউন, হ্যাজেল, হানি, গ্রে অথবা এমেথিস্ট রঙের কন্টাক্ট লেন্স পরতে পারেন। এসব রঙে শ্যামলা ত্বক বেশ উজ্জ্বল দেখাবে।

ত্বকের যত্ন

শ্যামলা ত্বকের জন্য দরকার নিয়মিত যত্ন আত্তি। তাই প্রতিদিন নিয়ম করে ত্বকের যত্ন নিন। প্রতিদিন বাইরে যাওয়ার ২০ মিনিট আগে মুখের ত্বকে, হাতে ও পায়ে সানস্ক্রিন লাগিয়ে নিন। সব সময়ে ছাতা রাখুন ব্যাগে। রোদে বের হলেই ছাতা মেলে নিন। ত্বকে কোনো ভাবেই রোদ লাগানো যাবে না। ত্বক যদি রোদে পুড়ে যায় তাহলে রোদে পোড়া ভাব দূর করতে বাসায় ফিরে মুখে, গলায় ও হাতে টমেটোর রস লাগান। শুকিয়ে গেলে আরো একবার লাগান। ২০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে নিয়মিত ব্যবহার করলে ত্বক উজ্জ্বল হবে এবং রোডে পোড়া ভাব থাকবে না।

চুল রাঙাতে

গায়ের রং যদি শ্যামলা হয় তাহলে চুল রাঙাতে কপার রেড, বারগেন্ডি, মেহগনি ও গাঢ় বাদামি রং বেছে নিতে পারেন। হাইলাইটের জন্য লাইট কপার, চেস্টনাট ব্রাউন, লাল, মেজেন্টা ইত্যাদি রঙ গুলো মানাবে।