
ছবি সংগৃহীত
চোখে চোখ রেখে কথা বলার ৫টি জাদুকরী দিক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৪, ১৭:৫৯
আপডেট: ২২ ডিসেম্বর ২০১৪, ১৭:৫৯
আপডেট: ২২ ডিসেম্বর ২০১৪, ১৭:৫৯
(প্রিয়.কম) চোখে চোখ রাখার ব্যাপারটি কি কেবল প্রেমিক-প্রেমিকাদের জন্যই? এর বাইরে কি আর কোন ভূমিকাই নেই এটার? অবশ্যই আছে! চোখ হচ্ছে আমাদের মনের আয়না। আমরা চাই বা না চাই, চোখ সর্বদা অন্তরের ভাবনা প্রকাশ করেই দেয়। মুখ মিথ্যা বলতে পারে, কিন্তু চোখ কখনোই মিথ্যাচার করে না। আপনি যখন চোখ কারো চোখে চোখ রেখে কথা বলবেন, ঘটবে কিছু অদ্ভুত ঘটনা। চট করে জেনে যাবেন এমন কিছু কথাও, যা সামনের মানুষটি মুখে বলছেন না। চলুন , জেনে নিই চোখে চোখ রাখার ৫টি জাদুকরী ক্ষমতা।
১) যে কারো মনযোগের কেন্দ্রবিন্দু হয়ে উঠবেন আপনি
যার চোখেই চোখ রেখে কথা বলুন না কেন, কিছুক্ষণের জন্য তার সমস্ত মনযোগের কেন্দ্রবিন্দু হয়ে উঠবেন আপনি। তিনি চান কিংবা না চান, আপনার কথা তাঁকে শুনতেই হবে গুরুত্ব সহকারে।২) চোখই আপনাকে বলে দেবে হাসিটা সত্য না মিথ্যা
মুখে তো সকলেই হাসেন, কিন্তু সেই আন্তরিক কিনা কীভাবে বুঝবেন? আন্তরিক হাসিতে ঝলমল করে ওঠে মানুষের চোখ, যা কৃত্রিম হাসিতে হয় না। একটু লক্ষ্য করুন, নিজেই বুঝতে পারবেন।৩) চোখের মনি জানিয়ে দেয় মানুষটি আগ্রহী কিনা
অনেক কথা বলছেন আপনি, কিন্তু সামনের মানুষটি আগ্রহ নিয়ে শুনছে কিনা কীভাবে বুঝবেন? আগ্রহ নিয়ে কিছু শুনলে বা দেখলে মানুষের চোখের মনি স্বাভাবিকের চাইতে বড় দেখায়। এটাও একটু লক্ষ্য করলেই জানা যায়।৪) চোখে চোখে কথা বলা ভালোবাসার লক্ষণ
পরস্পরের চোখের ভাষা বুঝতে পারা, চোখের ইঙ্গিত ধরে নেয়ার ক্ষমতাটি আসলে ভালোবাসার লক্ষণ। দুটি মানুষ যখন পরস্পরকে গভীরভাবে ভালোবাসেন, তখন তাঁরা সেটা পারেন।৫) চোখ জানিয়ে দেয় প্রতারণার কথা
বেশিরভাগ মানুষই মনে করেন যে মিথ্যুকেরা চোখে চোখ রেখে কথা বলে না। কিন্তু এই ধারণা কিন্তু অনেকটাই ভুল। মারাত্মক ধরণের মিথ্যুকেরা চোখে চোখ রেখেই কথা বলে, শান্ত ও স্থির দৃষ্টিতে। বরং মিথ্যুকেরা প্রয়োজনের চাইতে বেশি চোখাচোখি করে। কাউকে খুব বেশি চোখাচোখি করে কথা বলতে দেখলে নিশ্চিত থাকুন যে আপনার কাছে সে মিথ্যাকে সত্য প্রমাণ করতে চাইছে। সূত্র- সাইকোলজিটুডে 5 Secret Powers of Eye Contact লিখেছেন- Ronald E. Riggio, Ph.D. in Cutting-Edge Leadership- ট্যাগ:
- লাইফ
- জীবন চর্চা
- আত্ম চর্চা
- জীবন চর্চা
প্রথম আলো
| চীন
৩ মিনিট আগে
৪ মিনিট আগে
১৭ ঘণ্টা, ৪১ মিনিট আগে
১৭ ঘণ্টা, ৪২ মিনিট আগে
১৭ ঘণ্টা, ৫৪ মিনিট আগে
১৮ ঘণ্টা, ৩৩ মিনিট আগে