ছবি সংগৃহীত

কানকাটা রমজান ও হুরমতি

Tahmina Sultana Chhanda
লেখক
প্রকাশিত: ১৮ জুন ২০১৩, ১৪:২১
আপডেট: ১৮ জুন ২০১৩, ১৪:২১

বিরল ছবি বলতে সেই ছবিকেই বোঝায় যা সাধারণের দৃষ্টিগোচর হয়না বা যা অমূল্য। এমন কিছু মুহুর্ত যা মনের স্মৃতিতে বন্দি থাকে আর সহসাই মনে করিয়ে দেয় অনেক কিছু। আজকে এমনি একটি বিরল ছবি নিয়ে এসেছি আপনাদের সামনে। উপরের এই ছবিটি দেখে চিনতে পেরেছেন তো! ১৯৮৮ সালের বহুল প্রশংসিত ও জনপ্রিয় নাটক সংশপ্তক নাটকের একটি দৃশ্যে কানকাটা রমজান ও হুরমতি। এই চরিত্রে অভিনয় করেছেন আমাদের সবার প্রিয় হুমায়ূন ফরিদী এবং ফেরদৌসি মজুমদার। এর মধ্যে আমাদের অতি প্রিয় অভিনেতা হুমায়ূন ফরীদি ১৩ ফেব্রুয়ারি, ২০১২ সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন। মৃত্যুকালে তার বয়স ছিল মাত্র ৬০ বছর। উনার মৃত্যুতে আক্ষেপ করে আমাদের সবার আরেক প্রিয় অভিনেত্রী ফেরদৌসি মজুমদার তাঁর স্মৃতিচারণ করতে যেয়ে বলেছিলেন- “এতো কম কেন হয় কালজয়ী মানুষের আয়ু?” আজকে আমাদের বিরল ছবিতে তাঁদের কথাই থাকবে। কানকাটা রমজান আর হুরমতি সংশপ্তক নাটকের বহুল আলোচিত দুটি চরিত্র। তাঁদের চরিত্র যেমন ব্যাপক আলোচিত হয়েছিল সেই সাথে এই নাটকটিও আলোচনার কেন্দ্রবিন্দু ছিলো সেই সময়। সংশপ্তক শব্দের অর্থটি চমৎকার- হয় জয় না হয় মৃত্যু। “সংশপ্তক” কবি শহীদুল্লাহ কায়সারের একটি কালজয়ী উপন্যাস। ১৯৬৪ সালে রচিত এই উপন্যাসটি ১৯৬৫ সালে প্রকাশিত হয়। তারপর ১৯৭১ সালে প্রথমবার ধারাবাহিক হিসেবে এটি নির্মান শুরু হয়েছিল। কিন্তু মাত্র চার পর্ব প্রচারের পর মুক্তিযুদ্ধ শুরু হয়ে যাওয়ায় বন্ধ হয়ে যায়। তবে মুক্তিযুদ্ধ শেষ হবার পর যেকোন কারনেই হোক এটি আবার শুরু হয়নি। এর মধ্যে পার হয়ে আর কিছু বছর। এর জনপ্রিয়তার মুখে বহু বছর পর আবার যখন ১৯৮৮ তে শুরু হয় নাটকটি, তখন এক বা দুই পর্বের পর এবারও ভয়াবহ বন্যার কারনে এর কাজ বন্ধ হয়ে যায়। এসময় প্রায় দুই মাস কোন ধরনের বিনোদনমুলক অনুষ্ঠান প্রচারিত হয়নি। বন্যা শেষ হবার পর নাটকটা আবার শুরু হয়। বাকুলিয়া গ্রামের মানুষের জীবনকাহিনী, জমিদারের শোষন, নায়েবের কূটচাল ইত্যাদি নিয়ে সংশপ্তক নাটকটি করা হয়। 'সংশপ্তক' নাটকের আলোচিত চরিত্র ছিল কানকাটা রমজান। সবার মুখে মুখে কানকাটা রমজান সংলাপটি ভেসে বেড়াত। চরিত্রটিতে দুর্দান্ত অভিনয় করেছিলেন হুমায়ুন ফরীদি। তিনি বলেছেন, 'এ জীবনে আর কানকাটা রমজান হতে পারব কি-না জানি না। এখনো অনেকেই আমাকে কানকাটা রমজান বলে ডাকে।' ভয়ংকর কুটিল এবং ধুরন্ধর এবং একই সাথে কিছুটা কমেডি ধাঁচের রমজান চরিত্রটি ফরিদী যেভাবে ফুটিয়ে তুলেছেন, তার কোন তুলনা হতে পারে না। অন্য জনপ্রিয় চরিত্র হলো হুরমতি চরিত্রটি। সংশপ্তক' নাটকে তাঁর অভিনীত হুরমতি চরিত্রটি গত বিশ বছরেও ভুলতে পারেনি দর্শক। গ্রাম্য পটভূমিতে অসহায়ত্বের বিপরীতে নারীকে আত্মরক্ষার জন্য হতে হয় বেপরোয়া, অবলম্বন করতে হয় নানা কৌশল। এরই প্রকাশ আমরা দেখতে পাই সংশপ্তক নাটকে হুরমতি যখন রমজানের কান কেটে দেয় তখন। বিত্তবানদের লালসার শিকার হয়ে হুরমতির গর্ভে যখন সন্তান আসে তখনও হুরমতি থেমে যায়নি, এসবের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, প্রতিকার খুঁজেছে। এই হুরমতি চরিত্রে ফেরদৌসি মজুমদার যে অসাধারন অভিনয় করেছেন, তাতে কারো কোন সন্দেহ নেই। তাঁর অনবদ্য অভিনয়ের কথা মানুষের আজীবন মনে থাকবে। সূত্রঃ ইন্টারনেট ছবিঃ হুমায়ূন ফরীদি ফ্যান পেইজ