
মানুষ কেন মিথ্যা বলে
পৃথিবীতে কেউই নিজেদের মিথ্যাবাদী ভাবতে চায় না। কিন্তু সত্যি বলতে, সবাইকে কখনো না কখনো মিথ্যা বলতে হয়। ছোট ছোট সাদা মিথ্যা থেকে শুরু করে অনিয়ন্ত্রিত মিথ্যা। এ ধরনের কথা বলার ধরন অনেক রকম। শিশুরাও বুঝে না বুঝে মিথ্যা বলে। তাই মিথ্যা বলা হয়তো একটি প্রাকৃতিক প্রবৃত্তি।
তবে মিথ্যা বলাটা কখনোই ভালো আচরণ নয়। এটি মানুষের মধ্যে বিশ্বাস ভাঙে, ব্যক্তিগত ও পেশাগত সম্পর্কগুলোতে গুরুতর সমস্যা তৈরি করে। মিথ্যা বলার কারণগুলো খুবই বৈচিত্র্যময়। অনেক সময় মানুষ নিজেকে রক্ষা করতে, আবার অনেক সময় অন্যদের নিয়ন্ত্রণ করতে মিথ্যা বলে। কেউ কেউ নিজের মানসিক অবস্থার কারণে বা অভ্যাসগতভাবে মিথ্যা বলে। এই কারণগুলো বুঝলে আমরা মিথ্যার পেছনের মনস্তাত্ত্বিক বাস্তবতা জানতে পারি এবং আরও বেশি সহানুভূতিশীল হতে পারি।
আত্মরক্ষা ও দায় এড়ানো
মিথ্যা বলার বড় কারণ হলো নিজের নিরাপত্তা নিশ্চিত করা। কেউ কোনো শাস্তি বা অসুবিধার সম্মুখীন হতে না চাইলেই মিথ্যা বলতে পারে। দায়িত্ব থেকে পলায়ন কিংবা নিজের ভুল গোপন করাও এর মধ্যে পড়ে। দায় এড়ানোর জন্য কেউ মিথ্যা বলে কিংবা কোনো বিষয় লুকিয়ে রাখে। এটি অনেক সময় আসক্তি বা অন্য বদভ্যাসের সঙ্গে জড়িত থাকে।
- ট্যাগ:
- লাইফ
- মিথ্যাবাদী