
ছবি সংগৃহীত
কম খরচে ঘরেই তৈরি করুন সুগন্ধি লেমন সোপ
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০১৫, ১০:৪১
আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৫, ১০:৪১
আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৫, ১০:৪১
(প্রিয়.কম)- নিজ হাতে এটা সেটা তৈরি করতে এবং অন্যকে উপহার দিতে ভালোবাসেন অনেকেই। আজ শিখে নিন লেমন সোপ তৈরির কৌশল। নিজের রান্নাঘরের টুকিটাকি দিয়েই তৈরি করতে পারবেন এই সাবান। আর এতে সময়ও লাগবে খুবই কম।
উপকরণ:
- সুগন্ধি ছাড়া গ্লিসারিন সাবান - লেবু - ব্লেন্ডার - কাঁচের বোল - প্লাস্টিকের চামচ - সাবানের ছাঁচ - অল্প অলিভ অয়েলপ্রণালী:
১) গ্লিসারিনের সাবান কেটে টুকরো করে নিন এবং কাঁচের বোলে করে মাইক্রোওেভ ওভেনে ৩০ মিনিট রেখে গলিয়ে নিন। বের করে চামচ দিয়ে নেড়ে পুরোপুরি গলিয়ে নিন কারণ কিছু বড় টুকরো শক্ত থাকতে পারে। ২-৩ বার ওভেনে দিতে হতে পারে। ২) লেবু ধুয়ে গ্রেটার দিয়ে এর ওপরের খোসা ঝিরিঝিরি কুচি করে নিন। টাটকা লেবু ব্যবহার করবেন যাতে সুবাস খুব সুন্দর হয়। ৩) সাবানের ছাঁচের ভেতরে হালকা করে অলিভ অয়েলের প্রলেপ দিয়ে নিন। ৪) গলিত গ্লিসারিন একটু ঠাণ্ডা হয়ে এলে এতে লেবুর খোসা কুচি ঢেলে মিশিয়ে নিন। পছন্দের রঙ এলে মেশানো বন্ধ করে ছাঁচে ঢেলে নিন। ৫) স্বাভাবিক তাপমাত্রায় এক ঘন্টা রেখে দিন ছাঁচটি। এরপর ফ্রিজে রাখুন আরেক ঘন্টা। এতে সাবান সহজে সেট হবে এবং ছাঁচ থেকে বের করতে সুবিধা হবে। তৈরি হয়ে গেলো সুগন্ধি লেমন সোপ। একে ছুরি দিয়ে ইচ্ছেমত আকৃতিতে কেটে নিতে পারেন, উপহার দিতে পারেন প্রিয়জনকে। তিন মাস পর্যন্ত ব্যবহার করা যাবে এই সাবান। মূল: Homemade Soap Recipe with Herbs and Citrus, HelloNatural ফটো ক্রেডিট: POPSUGAR
জাগো নিউজ ২৪
| শাহবাগ
১১ মিনিট আগে
১৫ মিনিট আগে
২ ঘণ্টা, ৩১ মিনিট আগে
১৫ ঘণ্টা, ৪৭ মিনিট আগে
১৫ ঘণ্টা, ৪৯ মিনিট আগে
২২ ঘণ্টা, ৩৭ মিনিট আগে
২২ ঘণ্টা, ৩৯ মিনিট আগে
২৩ ঘণ্টা, ৩৭ মিনিট আগে
২৩ ঘণ্টা, ৩৮ মিনিট আগে