‘কালো টাকা না থাকায়’ বড় গরু কিনতে পারছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৫ জুন ২০২৫, ২২:২০

কোরবানির ঈদ উপলক্ষে পশুর হাটগুলোতে বড় গরুর চাহিদা না থাকার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলছেন, এবার পকেটে দুর্নীতির টাকা ‘না থাকায়’ বড় গরু কিনতে পারছে না।


বৃহস্পতিবার দুপুরে ঢাকার গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আগে হলো, দুর্নীতির টাকা ভরা ছিল পকেটে, এখনতো দুর্নীতির টাকা নাই। এখন এজন্য বড় গরু কিনতে পারতাছে না।


“দুর্নীতিবাজ যাদের কাছে টাকা ছিল, কালো টাকা ছিল, তারাতো বড় বড় গরু কিনত। এখনতো বড় গরু কিনা কঠিন।


তবে যাদের ‘সৎ’ পয়সা আছে তারাও অনেকে বড় গরু কিনবে মন্তব্য করে উপদেষ্টা বলেন, “সৎ পয়সার বহু লোক আছে, বড় বড় ব্যবসায়ী, তারা বড় গরু কিনবে।”


এর আগে তিনি গাবতলী পশুর হাট পরিদর্শনকালে বেপারী ও ক্রেতাদের সঙ্গে কথা বলে খোঁজখবর নেন।


পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গরুর দাম ‘মোটামোটি যৌক্তিক’ মন্তব্য করে জাহাঙ্গীর আলম বলেন, “দাম এখানে গতবারের থেকেও মনে হল একটু কম। পর্যাপ্ত গরু আছে, যারা গরু কিনবে তাদের কোন অসুবিধা হবে না।”



অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি নিরাপত্তা বাহিনীর প্রধান হিসেবে আমিতো ভাল দেখলাম। আপনারা বলেন নিরাপত্তার কোনো ঘাটতি আছে কি-না।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও