ছবি সংগৃহীত

ইতিহাসের এই দিনে: ১৮ ফেব্রুয়ারি

priyo.com
লেখক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০১৬, ০৩:০৭
আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৬, ০৩:০৭

(প্রিয়.কম) ‘হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল-সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয়-সাগরে, অনেক ঘুরেছি আমি; বিম্বিসার-অশোকের ধূসর জগতে...’ এই বিখ্যাত লেখাটি যিনি বাংলা সাহিত্যে ভাণ্ডারে রেখে গেছেন সেই প্রেমের কবি জীবনানন্দ দাশের জন্মদিন আজ। শুভ জন্মদিন কবি। কেবল জীবনান্দেন নয় আরো বিখ্যাত সব ইতিহাস জড়িয়ে আছে দিনটির সাথে। 

১৮ ফেব্রুয়ারি ২০১৬, বৃহস্পতিবার। ৬ ফাল্গুন, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা

১৯৩৭ সালের আজকের দিনে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ইমেরিটাস ড. আনিসুজ্জামানে  পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বশিরহাটে জন্মগ্রহণ করেন।

১৭৮৭ সালে অস্ট্রিয়ার সম্রাট শিশুশ্রম নিষিদ্ধ করেন। 

১৮৩৯ সালে ডেট্রয়েট বোট ক্লাব গঠিত হয়। 

১৯৩০ সালে প্লুটো আবিষ্কৃত হয়। 

১৯৬৯ - রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শামসুজ্জোহা পাকিস্তানি সেনাবাহিনীর হাতে নিহত হন।

১৯৭৬ সালে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের নাগিরকত্বে ভূষিত করা করা হয়।

১৮৯৯ সালে আজকের দিনে জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেন।