
‘লেজুড়বৃত্তির বাইরে’ থাকবে, এমন নেতা পাবে চাকসু?
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫, ২৩:৪১
পাহাড় ঘেরা প্রকৃতির কোলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখন চলছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের ভোট শুরুর অপেক্ষা; শিক্ষার্থীরা নানা হিসাব নিকাশে ঠিক করে নিচ্ছেন কেমন নেতৃত্ব তারা বেছে নেবেন।
দীর্ঘ ৩৫ বছর পর হতে যাওয়া এবারের নির্বাচনে সাধারণ শিক্ষার্থীদের আশা, তাদের প্রতিনিধি যারাই নির্বাচিত হবেন, তারা যেন দলীয় লেজুড়বৃত্তির বাইরে থেকে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কাজ করেন।
প্রতি বছর কেন্দ্রীয় ছাত্র ও হল সংসদ নির্বাচন হওয়ার কথা থাকলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্ধ শতাব্দীর ইতিহাসে নির্বাচন হয়েছে মাত্র ছয়বার। এর মধ্যে সর্বশেষ নির্বাচন হয়েছিল ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি।
- ট্যাগ:
- বাংলাদেশ
- কেন্দ্রীয় ছাত্র সংসদ