
ছবি সংগৃহীত
আবার চলচ্চিত্রে ফিরছেন মান্না
আপডেট: ২৯ জানুয়ারি ২০১৫, ০৪:৫৭
(প্রিয়.কম) প্রায় ৭ বছর হয়ে গেছে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মান্না আমাদের সকলকে ছেড়ে চলে গেছেন। কিন্তু জনপ্রিয় এই অভিনেতার মৃত্যুর প্রায় ৭ বছর পর আবারও তার অভিনীত একটি ছবি মুক্তি পেতে যাচ্ছে ২৬ মার্চ। জাহিদ হোসেন ও খোরশেদ আলম খসরুর যৌথ পরিচালনায় নির্মিত ছবিটির নাম লীলা মন্থন। এই ছবিতে মান্নার সঙ্গে অভিনয় করেছেন মৌসুমী, পপি ও শাহনূর, মুক্তি, দিঘি, বাপ্পারাজ, আলীরাজ, আনোয়ারা, শহিদুল আলম সাচ্চু, মিশা সওদাগর প্রমুখ। জানা যায়, ছবিটির শুটিং শুরু হয়েছিল প্রায় ১০ বছর আগে। কিন্তু নানা কারণেই ছবিটি এতদিন আলোর মুখ দেখতে পারেনি। অবশেষে ২৬ মার্চ ছবিটি মুক্তি পাচ্ছে বলে জানান পরিচালক খোরশেদ আলম খসরু। মুক্তিযুদ্ধের গল্পের ওপর নির্মিত এই ছবিটি মুক্তির জন্য স্বাধীনতার মাসে ২৬ মার্চ দিনটিকেই বেছে খোরশেদ আলম খসরু। মান্নার ভক্তদের জন্য অন্যরকম একটি ছবি হবে লীলা মন্থন। উল্লেখ্য বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মান্না ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৪ বছর বয়সে অকালে মৃত্যুবরণ করেন।