শিশুসন্তানদের নিয়ে ৮০০ কিলোমিটার হাঁটলেন তিনি

প্রথম আলো চীন প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৫, ১২:৩৯

সন্তানদের দৃঢ়তা ও সহনশীলতার শিক্ষা দিতে ব্যতিক্রমী এক কাজ করেছেন চীনের এক ব্যক্তি। নিজের দুই সন্তানকে নিয়ে তিনি বেরিয়ে পড়েন পথে, হেঁটে হেঁটে ৩১ দিনে পাড়ি দেন ৮০০ কিলোমিটার পথ।


চীনের ওই ব্যক্তির পারিবারিক নাম উ। তাঁর দুই সন্তান ১০ বছরের মেয়ে এবং ৮ বছরের ছেলে। গত ১৭ জুলাই উ দুই ছেলে-মেয়েকে নিয়ে দক্ষিণ চীনের শেনজেনের বাওআন থেকে এক মাসের জন্য বেরিয়ে পড়েন। তাঁদের গন্তব্য দেশটির মধ্যাঞ্চলের হুনান প্রদেশ।


যদিও এই ব্যক্তি শুরুতে নিজেই ভাবতে পারেননি, তাঁর দুই শিশুসন্তান শেষ পর্যন্ত এতটা পথ হেঁটে সফলভাবে পাড়ি দেবে। সংবাদমাধ্যমে উ বলেন, ‘আমি ভাবিনি, ওরা শেষ পর্যন্ত যেতে পারবে। আমার মুক্তির আনন্দ হচ্ছে, একই সঙ্গে আমি তাদের জন্য গর্ব অনুভব করছি।’


সাধারণত নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকেন উ, সন্তানদের খুব একটা সময় দিতে পারেন না। দুই বছর আগে উ একবার এমন পরিকল্পনা করেছিলেন। সেবার তিনি ছেলে-মেয়েকে হাঁটিয়ে তাঁর নিজের শহর হুনানে নিতে চেয়েছিলেন। কিন্তু বাচ্চাদের বয়স কম হওয়ায় সেবার তাঁকে পিছিয়ে আসতে হয়েছিল।


উ বলেন, ‘হাইকিংয়ের অভিজ্ঞতার মাধ্যমে আমি তাদের মানসিক দৃঢ়তা বাড়াতে চেয়েছিলাম। তারা সহজেই হাল ছেড়ে দেওয়ার স্বভাবের ছিল, চ্যালেঞ্জের মুখে পড়লে পিছিয়ে যেত।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে