You have reached your daily news limit

Please log in to continue


প্রভার নতুন অভিজ্ঞতা

দুই দশকের ক্যারিয়ারে একটাও সিনেমা নেই। প্রায়ই এটা সাদিয়া জাহান প্রভার মন খারাপের কারণ হতো। সহকর্মী ও কাছের মানুষেরা মনে করতেন, এই অভিনেত্রীকে কখনোই হয়তো আর সিনেমায় দেখা যাবে না। অভিনয়শিল্পী হিসেবে নিজেও ধরেই নিয়েছিলেন সিনেমায় তাঁর ভাগ্য মন্দ। এ কারণে সিনেমায় শুটিং করেই সুখবরটি দিলেন এ অভিনেত্রী।

প্রভা অভিনীত সিনেমাটির নাম ‘দুই পয়সার মানুষ’। পরিচালনা করছেন ঝুমুর আসমা। জুঁই নামেই যিনি পরিচিত বেশি। ২৫ আগস্ট থেকে সিনেমাটির শুটিং শুরু করেছেন প্রভা। তবে সিনেমার শুটিং আরও আগেই শুরু হয়েছে। প্রথমবার সিনেমায় নাম লেখানো নিয়ে প্রভা বলেন, ‘দিন শেষে শিল্পীরা কাজ দিয়েই তো বেঁচে থাকতে চান। সেখানে সিনেমার কাজের গুরুত্ব অনেক বেশি। আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল সিনেমায় নাম লেখানো। গল্প, চরিত্র, ইউনিট—সব মিলিয়ে হচ্ছিল না। সেটা পূরণ হলো।’

মফস্‌সলে বেড়ে ওঠা একটি মেয়ের গল্প নিয়ে ‘দুই পয়সার মানুষ’। যে আইন নিয়ে পড়াশোনা করেছে। যার পরিবার শিক্ষিত ও প্রভাবশালী। যাকে একসময় নানা প্রতিবন্ধকতায় পড়তে হয়। সেই মেয়ে হয়েই পর্দায় আসছেন প্রভা। সিনেমাটিতে চুক্তি করে গ্রুমিং করতে হয়েছে। শুটিংয়ের জন্য দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিতে হয়েছে। প্রথমবার, তাই কোমর বেঁধেই নেমেছেন এ অভিনেত্রী। নিজের সবটা দিয়ে কাজটি করতে চান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন