![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2019/07/28/b7268fe6809945ba600b61ee7ba36ad7-5d3d7afcc2129.jpg?jadewits_media_id=1458602)
ঈদযাত্রায় ভোগান্তির ভয়
প্রথম আলো
প্রকাশিত: ২৮ জুলাই ২০১৯, ১৬:৩১
আসন্ন ঈদযাত্রায় দুশ্চিন্তামুক্ত থাকতে পারছেন না ঢাকা-রংপুর মহাসড়কের যাত্রীরা। বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পর নলকায় সরু সেতু মেরামত, রায়গঞ্জের চান্দাইকোনা থেকে দত্তকুশা পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার পথে দুর্ভোগের আশঙ্কা রয়েছে।