ঝুঁকিতে টেকনাফ সি বিচ সড়ক
মানবজমিন
প্রকাশিত: ২৮ জুলাই ২০১৯, ০০:০০
টেকনাফ সি বিচ সড়কটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। গত কয়েকদিনের অতিবৃষ্টিতে ডেইল পাড়া এলাকায় সড়কটির পাশে ভাঙন দেখা দেয়। অব্যাহত বৃষ্টিতে সেই ভাঙন বাড়তে বাড়তে মূল সড়কটির একাংশ বিলীন হয়েছে। দ্রুত সড়কটি মেরামত করা না হলে ভাঙন বড় আকার ধারন করে সি বিচ সড়কের যাতায়াত বন্ধ হয়ে যেতে পারে। টেকনাফ সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবু সৈয়দ জানান, সদর ইউনিয়ন ও সাবরাংয়ের ২০ হাজারের বেশি মানুষ এই সড়ক দিয়ে যাতায়াত করে থাকে। তাছাড়া মেরিন ড্রাইভ সড়ক দিয়ে কক্সবাজারের সঙ্গে এই সড়ক দিয়েই যাতায়াত করে থাকে যানবাহনগুলো। তাই দ্রুত সড়কটি সংস্কার করার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। সি বিচ সড়ক কর্তৃপক্ষ টেকনাফ এলজিইডি প্রকৌশলী চৌধুরী আসিফ রেজা জানান, শিগগিরই সি বিচ সড়কের গাইড ওয়াল নির্মাণের কাজ শুরু হবে। গাইড ওয়াল নির্মিত হলে ভাঙন রোধ করা সম্ভব হবে।