‘আমি এই মুহূর্তে নিউজিল্যান্ডের সবচেয়ে ঘৃনিত বাবা’
ইংলিশদের বিশ্বকাপের জয়ে নায়ক নিউজিল্যান্ডের বংশোদ্ভত ইংল্যান্ড অলরাউন্ডার বেন স্টোকস। নিজের জন্মভ’মির বিপক্ষে খেলা এই ইংলিশ অলরাউন্ডার হয়েছেন ম্যাচ সেরা। পূত্রের এই নায়ক রচিত ইনিংস খেলার পর স্টোকসের বাবা সাবেক রাগবি খেলোয়াড় জেরার্ড স্টোকস বললেন, তিনিই সম্ভবত এখন নিউজিল্যান্ডের সবচেয়ে ঘৃনিত বাবা। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমাকে দুই একজন বলেছে আমি নাকি এই মুহূর্তে নিউজিল্যান্ডের সবচেয়ে ঘৃনিত ও অপছন্দনীয় বাবা। যদিও আমি মনে করি ওরা এটা মজা করেই বলেছে।’ইংল্যান্ডে রাগবি কোচের হওয়ার সুবাদে ইংল্যান্ড পাড়ি জমান জেরার্ড স্টোকস। তাই ইংল্যান্ডে বেড়ে ওঠা বেন স্টোকসের। পরে ইংল্যান্ড হয়ে জাতীয় দলে সুযোগও পেয়ে যান স্টোকস। ঘরের টিভিতে বসে ফাইনাল ম্যাচটি সবার চেয়ে বেশি উপভোগ করেছেন বলেন জেরার্ড স্টোকস। ম্যাচ শেষে সংবাদিকদের বলেন, ‘টিভিতে ম্যাচ দেখতে বসে নিজের ছেলেকে তার নিজের কাজ অসাধারনভাবে করতে দেখাটা একটা ভিন্নরকম অনুভূতি। আমরাই সম্ভবত দুই পক্ষের মধ্যে সবচেয়ে বেশি উপভোগ করতে পেরেছি। আমি মনে করি এই ম্যাচ এরই মধ্যে একদিনের ক্রিকেট ইতিহাসের সেরা ম্যাচ হিসেবে জায়গা করে নিয়েছে।’ফাইনালে হার না মানা ৮৪ রানের ইনিংসের ওপর ভর করে ম্যাচ সুপার ওভারে পৌঁছে ইংলিশরা। সুপার ওভারে ব্যাট হাতে ৩ বলে ৮ রান করেন স্টোকস। দুর্দান্ত ব্যাটিং নৈপূর্ণে দলে জিতিয়ে হয়েছেন ম্যাচ সেরা। ম্যাচের শেষ দিকে আবেগী হয়ে পরেন বেন স্টোকসের মা ডেব স্টোকস। তিনি বলেন, ‘ম্যাচের শেষ দিকে আমি অনেক কেঁদেছি। ব্ল্যাক ক্যাপসদের জন্য খুবই খারাপ লেগেছে আমার। ওরা সাধ্যমত সবকিছু করেছে। এটা ড্র হলেই সবচেয়ে ভালো হত।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.