নিজের প্রস্রাব খেয়ে জীবন বাঁচিয়ে রাখেন তিনি
প্রথম আলো
প্রকাশিত: ১১ জুলাই ২০১৯, ১১:১০
সফিকুল ইসলামদের স্পিডবোটটা সাগরে ভাসছিল। সঙ্গে নেওয়া খাবার ও পানি শেষ। খাবারের কষ্ট নিয়ে রীতিমতো মারামারি শুরু হয়ে যায়। পানির কষ্টের কারণে সবাই নিজেদের প্রস্রাব বোতলে ধরে রাখতে শুরু করেন। সেই প্রস্রাব খেয়ে জীবন বাঁচিয়ে রাখেন। চাঁদপুরের বাসিন্দা সফিকুল। সম্প্রতি তিউনিসিয়া থেকে ফেরত আসা ১৭ বাংলাদেশির একজন তিনি।