কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কেন্দুয়া পৌরসভার বাজেট ঘোষণা

মানবজমিন প্রকাশিত: ২৭ জুন ২০১৯, ০০:০০

কেন্দুয়া পৌরসভার নতুন কোনো কর আরোপ ছাড়াই ২০১৯-২০২০ অর্থবছরের ১২ কোটি ৮৬ লাখ ২৮ হাজার ২৮০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। কেন্দুয়া পৌরসভার মেয়র আসাদুল হক ভূঁইয়া গতকাল দুপুরে বাজেট ঘোষণা করেন। এবারের বাজেটে রাজস্ব খাতে ১ কোটি ৭০ লাখ ২ হাজার ৫৩২ টাকা আয়ের ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬৯ লাখ ২ হাজার ৫৩২ টাকা এবং স্থিতি ধরা হয়েছে ১ লাখ টাকা। অপর দিকে উন্নয়ন খাতে আয় ও ব্যয় ধরা হয়েছে ১১ কোটি ১৬ লাখ ২৫ হাজার ৭৬৮ টাকা। পৌর মিলনায়তনে বাজেট বক্তৃতায় মেয়র বলেন, কেন্দ্রীয় সরকারের নীতি বাস্তবায়নের অংশ হিসেবে সামাজিক নিরাপত্তা বলয় সৃষ্টির লক্ষ্যে নারীর ক্ষমতায়ন ও দুস্থ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নসহ বিশুদ্ধ ও নিরাপদ পানি সহজলভ্য করার জন্য পানি সরবরাহ ব্যবস্থা চালু, যোগাযোগ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়নের জন্য রাস্তা-ড্রেন নির্মাণ ও সংস্কার, বৃক্ষরোপণ, সড়ক বাতি সম্প্রসারণ খাতে যথাযথ বরাদ্দ রাখা হয়েছে। বাজেট সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, পৌরসভার সচিব দেবাশীষ দাস, সহকারী পৌর প্রকৌশলী মাহমুদুল ইসলাম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও