কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


বাংলাদেশ এখন নতজানু হয়ে গেছে: ফখরুল

বাংলাদেশ এখন নতজানু রাষ্ট্র হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ  রোববার নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় ন্যাশনাল  রিসার্চ সেন্টার (এনআরসি) আয়োজিত ‘আঁধারের সাথে দ্বন্দ’ শীর্ষক স্মৃতি স্মারক ও দেয়ালিকা প্রদর্শনী উদ্বোধনকালে তিনি  এ কথা বলেন। তিনি বলেন, ১৯৭১ স্বাধীনতা অর্জন করেছিলাম। এখন কি আমরা বাংলাদেশকে স্বাধীন বলতে পারবো? পারি না, কারণ বাংলাদেশ এখন নতজানু হয়ে গেছে। গণতন্ত্র অর্জন করেছিলাম ১৯৭৫ সালে নতুন করে ধ্বংস করে দেয়া হয়েছে। মূল্যবোধগুলো একেবারে ধ্বংস করে দেয়া হয়েছে। স্বাধীন বিচার বিভাগ কোথায়? কিচ্ছু  নেই।বিএনপি মহাসচিব বলেন, আজকের প্রজন্ম জিয়াউর রহমান সম্পর্কে কিছুই জানে না। তাদের উল্টোভাবে চিত্রায়িত করা হয়।  যে বাচ্চারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে, তাদের কাছ থেকে আমি শুনেছি সেখানে জিয়াউর রহমানকে ভিলেন হিসেবে, খল নায়ক হিসেবে দেখানো হয়। এটা অত্যন্ত সুপরিকল্পিত। তিনি বলেন, জিয়াউর রহমানের সত্তা নিয়ে সরকারি দলের নেতারা কটাক্ষ করে। সততা নিয়েও কটাক্ষ করে। এখন আমরা শুনি বিদেশে পাহাড়ের স্তুপ জমা হয়েছে, অর্থবিত্তের, সম্পদের। বাড়ি ঘর হচ্ছে ৫ টা ৬টা করে।  এটা কোনো আলোচনার মধ্যে নাই। মির্জা আলমগীর  বলেন, এখন অত্যন্ত দুঃসময়, একটা সঙ্কটকাল চলছে। এই সঙ্কট কালকে অনেকে বলে বিএনপির সঙ্কট। আসলে এটা বিএনপির কোনো সঙ্কট নয়। এই সঙ্কট জাতির। বাঙালি জাতি তার সমস্ত অর্জন হারিয়ে ফেলছে।তিনি বলেন, দলকে টিকিয়ে রাখা ও জাতিকে ঠিকিয়ে রাখার মূলমন্ত্রটিই হলো জাতীয়তাবাদ। সুতরাং বাংলাদেশের জাতীয়তাবাদের বাইরে অন্য কিছু চিন্তা করাটা আমাদের জন্য ভুল হবে। তিনি বলেন, আজকে যিনি গণতন্ত্রের সংগ্রামের জন্য কারাগারে আছেন তাকে মুক্ত করতে হবে। যারা জিয়াউর রহমানকে ভালোবাসি, রাজনীতিকে  ভালোবাসি, জাতীয়তাবাদকে বিশ্বাস করি, আমাদের দায়িত্ব হচ্ছে জনগণকে সম্পৃক্ত করে বেগম জিয়াকে মুক্ত করা।মির্জা ফখরুল  বলেন, আমরা খুব স্পষ্ট করে এই সরকারকে বলতে চাই অবিলম্বে এই নির্বাচন বাতিল করুন। বাতিল করে নতুন নিরপেক্ষ সরকারের অধীনে একটা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা করুন। অন্যথায় জনগণ তাদের যে ন্যায্য দাবি সে দাবি আদায় করে নিবে।এনআরসি সভাপতি বাবুল তালুকদারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন