মার্কিন ৬০০০ কোটি ডলারের পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপ চীনের
মানবজমিন
প্রকাশিত: ০২ জুন ২০১৯, ০০:০০
যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ৬০০০ কোটি ডলারের পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপ করেছে চীন। ১লা জুন থেকে তা কার্যকর হয়েছে। মে মাস থেকে ২০০০০ কোটি ডলারের চীনা আমদানিপণ্যের ওপর শতকরা ১০ ভাগ থেকে ২৫ ভাগ অতিরিক্ত শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তা কার্যকর হয়েছে ১০ই মে থেকে। দৃশ্যত, এরই পাল্টা জবাব হিসেবে চীনও একই কাজ করেছে। তারা যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ৬০০০ কোটি ডলারের পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপ করেছে। ক্ষেত্রে বিশেষে তা শতকরা ২৫ ভাগ, ২০ ভাগ ও ১০ ভাগ। এ ছাড়া কিছু পণ্যের ওপর যে বাড়তি শতকরা ৫ ভাগ শুল্ক আরোপ করা হয়েছিল তাও অব্যাহত থাকবে। এ খবর দিয়েছে চীনের বার্তা সংস্থা সিনহুয়া।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- শুল্কায়ন
- চীন