নওগাঁ শহরের বাঙ্গাবাড়িয়া এলাকায় কয়েকজন তরুণ তাঁদের ঈদ খরচ বাঁচিয় এবং বিভিন্নভাবে অর্থ সংগ্রহ করে প্রায় সাড়ে ৩শ’ জন দুস্থ অসহায় পরিবার ও পথশিশুদের মধ্যে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়েছে। নওগাঁ জেলা প্রেস ক্লাব ও আবু ওয়াহিদ হোসেন আলালের সহযোগিতায় আদর, নাফিস, মোমিন, রামিম, তাসিন, সিয়াম, অনুপ্তসহ অন্যান্য তরুণদের সংগঠন “আমরা ক জন”-এর উদ্যোগে বাঙ্গাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে গতকাল বেলা সাড়ে ১০টায় এসব পোশাক বিতরণ করা হয়। এ সময় নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. কায়েস উদ্দিন, নওগাঁ দলিল লেখক সমিতির আহ্বায়ক মো. মজিবর রহমান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রায় সাড়ে ৩শ’ অসহায়, দুস্থ অসহায় পরিবার ও পথশিশুদের ঈদের পোশাক, শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.