তারাকান্দায় ঝুঁকিপূর্ণ আয়রন ব্রিজ, জন দুর্ভোগ
ঝুঁকিপূর্ণ নড়বড়ে আয়রন ব্রিজের সিমেন্টের ঢালাই দেয়া পিলার, অ্যাঙ্গলগুলো মরিচা ধরে ও উপরের পাটাতন ভেঙ্গে জন-যাতায়াতের দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। জানা গেছে, ময়মনসিংহের ফুলপুর উপজেলায় সিংহেশ্বর ইউনিয়নের সুতার বাড়ি (বনপাড়া) সংলগ্ন খালের এ ব্রিজ দিয়ে পারাপারের সময় স্কুল কলেজগামী শিক্ষার্থীরা প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছে। বিপাকে পড়ছেন অটোবাইক, মোটরসাইকেল, টেম্পো, রিকশা, ভ্যানসহ চলাচলকারী বাহনের যাত্রীরা। স্থানীয়রা জানান, বাংলাদেশ ওয়ার্ল্ড ভিশন এডিপি বাস্তবায়নের ২৫ বছর আগে সুতার বাড়ি (বনপাড়া) খালের ওপর আয়রন ব্রিজ নির্মাণ করে। বর্তমানে ওই ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়েই প্রতিদিন ডোবার পাড় হইতে চানপুর পর্যন্ত যাতায়াতের জন্য একটি মাত্র রাস্তা এ রাস্তা দিয়ে দুই পাশে ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিদিন প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী পারাপার হয়। এলাকাবাসীর দাবি নদীর ওপর ব্রিজ নির্মাণ করা হলে লোকজনের উৎপাদিত পণ্য উপজেলা সদরে নিয়ে যাওয়া এবং উপজেলা সদরে থেকে কোনো পণ্য নিয়ে আসা সহজ হতো। এ ব্যাপারে সিংহেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. এম এ মোতালেব জানান, আয়রন ব্রিজটি জনগুরুত্বপূর্ণ বিধায় সংস্কার করা খুবই জরুরি।