তাচ্ছিল্য
প্রথম আলো
প্রকাশিত: ২৪ মে ২০১৯, ১৮:০৮
প্রচণ্ড বেগে আপেলটি কানের কয়েক ইঞ্চি ব্যবধানে শপাং করে ছুটে গেল। যেন ক্রিকেট খেলার ফাস্ট বল থ্রোয়িং। দৈব ক্রমে অথবা পঞ্চ ইন্দ্রিয় সক্রিয় থাকায় এ যাত্রা বেঁচে যাওয়া। ছোটবেলার ক্রিকেট প্র্যাকটিসই সম্ভবত স্বয়ংক্রিয়ভাবে মাথা সরিয়ে নিতে কিছুটা ভূমিকা রেখেছিল। কখনো ভালো ক্রিকেটার ছিল না। শুধু পাড়ার মাঠে বন্ধুদের নিয়ে খেলেছে, এই যা।আচমকা রায়হানের ওপর এই আক্রমণের হেতু কি? সেকেন্ডের ব্যবধান...
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- তুচ্ছ -তাচ্ছিল্য
- ঢাকা