১০০ দিনের এজেন্ডা প্রস্তুতের নির্দেশ
বুথফেরত জরিপে বেশ খোশমেজাজে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিরোধীরা যা-ই বলুক না কেন, তিনি ধরে নিয়েছেন দ্বিতীয়বার ক্ষমতা তার নিশ্চিত। তাই মঙ্গলবার রাতে মন্ত্রী ও গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টের সঙ্গে বৈঠক করেছেন তিনি। তাদেরকে ১০০ দিনের এজেন্ডা প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন। এ খবর দিয়ে অনলাইন জি নিউজ বলছে, ওই বেঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা। তবে সেখানে ১০০ দিনের জন্য কি এজেন্ডা প্রস্তুত করতে বলা হয়েছে, সে সম্পর্কে সরকারি কোনো ভাষ্য দেয়া হয় নি। ২৩ মে লোকসভা নির্বাচনের চূড়ান্ত ও সরকারি ফল ঘোষণা করা হবে। তা নিয়ে বিরোধী শিবিরে বিরাজ করছে এক অস্থিরতা। তারা ইভিএম এবং ভিভিপ্যাট ব্যবহার নিয়ে আপত্তি জানিয়ে আসছে। এ সময়ে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ধারাবাহিক টুইট করে যাচ্ছেন। তিনি লিখেছেন, বাকি আছে ২৪ ঘন্টা। এ সময়ে আমাদের বেশির ভাগের চোখ টেলিভিশন সেটে আঁঠার মতো লেগে থাকবে। একটা একটা করে ভোট গণনা দেখবো। বিশ্লেষণ দেখবো। আার দল ও দলের নেতৃত্বের প্রতি দেশের কোটি কোটি মানুষ যে আশীর্বাদ করেছেন তার জন্য ধন্যবাদ জানাই। ওদিকে দিল্লিতে ভোট গণনার দিন মানে ২৩ মে ধারকা এলাকার লোকজনের জন্য ট্রাফিক নির্দেশনা দেয়া হয়েছে। বলা হয়েছে, এদিন আইআইআইটির সামনে রোড নম্বর ২২৪, সেক্টর ৯, সেক্টর ৮/৯ রেড লাইট পয়েন্ট থেকে ১৯/২০ রেড লাইট পয়েন্ট পর্যন্ত সড়ক বন্ধ থাকবে স্থানীয় সময় সকাল ৪টা থেকে ভোট গণণা শেষ না হওয়া পর্যন্ত। এতে আরো বলা হয়েছে, এ সড়কগুলোর দু’পাশে বসবাসকারী দ্য রেসিডেন্টস অব সোসাইটির লোকজনকে সঙ্গে পরিচয়পত্র নিয়ে চলাচল করতে বলা হয়েছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- এজেন্ডা
- নরেন্দ্র মোদি
- ভারত