গাজা দখলের পরিকল্পনা থেকে পিছু হটার ইঙ্গিত ট্রাম্পের

জাগো নিউজ ২৪ গাজা প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫২

যুদ্ধবিধ্বস্ত গাজা দখল ও এর ২০ লক্ষাধিক বাসিন্দাকে আশপাশের দেশে পুনর্বাসনের পরিকল্পনায় নমনীয় হওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এটি একটি পরামর্শ মাত্র।


চলতি মাসের শুরুর দিকে ট্রাম্প গাজা দখলের পরিকল্পনা তুলে ধরলে তা বিশ্বজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। যুক্তরাষ্ট্রের গাজা নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপাশি ফিলিস্তিনিদের গ্রহণের জন্য মিসর ও জর্ডানের ওপর চাপ প্রয়োগের কথা বলেছিলেন তিনি।


তবে গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) এক সাক্ষাৎকারে ট্রাম্প স্বীকার করেন, জর্ডান ও মিসরের নেতারা এ পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন এবং জোরপূর্বক ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করা অন্যায় হবে বলে অভিহিত করেছেন।


ফক্স নিউজ রেডিওর ‘দ্য ব্রায়ান কিলমিড শো’তে ট্রাম্প বলেন, আমি একটু অবাক হয়েছি যে, তারা এটি বলেছে। কিন্তু তারা এই কথা বলেছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র এই দেশগুলোকে প্রতি বছর ‘বিলিয়ন বিলিয়ন ডলার’ সহায়তা দিচ্ছে।


মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমার পরিকল্পনাই সঠিক পথ। আমি মনে করি, এটি একটি কার্যকর পরিকল্পনা। তবে আমি এটি চাপিয়ে দিচ্ছি না। আমি কেবল পরামর্শ দিচ্ছি এবং দেখছি কী হয়।



সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও