কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মাঠে নামুন সঙ্গে থাকবো- নজরুল ইসলাম খান

মানবজমিন প্রকাশিত: ১৮ মে ২০১৯, ০০:০০

ছাত্রদের আন্দোলনের মাঠে নামার আহবান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, আপনারা মাঠে নামুন,  কথা দিলাম এই বয়সেও আপনাদের পেছনে নয় পাশেই থাকবো। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে একটি হোটেলে ছাত্র মিশন আয়োজিত ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠনের সম্মানে ইফতার ও আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন,  এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, তাই জনগণের প্রতি কোনো দায় নেই। সবচেয়ে কম জনপ্রিয় এই সরকার ২৯শে ডিসেম্বর পুলিশ, র‌্যাব, বিজিবি ও স্থানীয় প্রশাসনের সহায়তায় যে প্রহসনের নির্বাচন করেছে আমার ৭২ বছরের জীবনে পৃথিবীর কোথাও এমন নির্বাচন হয়েছে বলে জানা নেই। তিনি বলেন, আন্দোলন কখন কিভাবে হবে তার কোনো ঠিক নেই। তবে ছাত্রদেরই আন্দোলনের জন্য এগিয়ে আসতে হবে। কেউ আপনাদের সংগঠিত করে দেবে না। নিজেদেরই সংগঠিত হয়ে এগিয়ে আসতে হবে। আন্দোলন সংগ্রামে ঐক্য গড়ে দেয়া হয় না উল্লেখ করে তিনি বলেন, সংগ্রামে সব সময় ঐক্য গড়ে ওঠে। জনগণ ঐক্যবদ্ধ হয়। প্রয়োজনের তাগিদে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়। শ্রমিক,  ছাত্ররা ঐক্যবদ্ধ হয়। অর্থাৎ প্রয়োজন যখন হয় তখন বলে দেয়া লাগে না। এখন এই প্রয়োজনকে কতখানি অনুভব করতে পারছেন সেটাই মূল কথা। ক্ষেত্র প্রস্তুত,  কিন্তু আমরা অনুভব করতে পারছি কিনা যে এখনই সময়। ছাত্র মিশনের সাধারণ সম্পাদক সৈয়দ মিলনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক শরিফুল ইসলামের পরিচালনায় ইফতার মাহফিল ও আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ফারুক রহমান, ছাত্রদল নেতা মাহবুবুর রহমান,  ছাত্র শিবির নেতা রাশিদুল ইসলাম, ছাত্র মজলিস নেতা সাদিক সালিম, লেবার পার্টির ছাত্র বিষয়ক সম্পাদক মেজবাউল ইসলাম, লেবার পার্টির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও