কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সৌদি জোটের হামলায় ইয়েমেনে নারী ও শিশুসহ নিহত ৬

মানবজমিন প্রকাশিত: ১৭ মে ২০১৯, ০০:০০

ইয়েমেনের রাজধানী সানাতে ভয়াবহ বিমান হামলা শুরু করেছে সৌদি নেতৃত্বাধীন আরব জোট। বৃহ¯পতিবার থেকে শুরু হওয়া এই হামলায় এখন পর্যন্ত নারী ও শিশুসহ অন্তত ৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যদিও সৌদি জোট জানিয়েছে তারা হুথি বিদ্রোহীদের টার্গেট করে হামলা পরিচালনা করেছে। এ খবর দিয়েছে আল-জাজিরা।খবরে বলা হয়, সৌদি জোট গত একদিনে কমপক্ষে ১৯ বার বিমান হামলা চালিয়েছে। হুথি নিয়ন্ত্রিত মাসিরাহ টেলিভিশন এ খবর নিশ্চিত করেছে। সংগঠনটি একে সৌদি আরবের আগ্রাসন হিসেবে আখ্যায়িত করে। সৌদি আরবের একটি প্রধান তেল পাইপলাইনে হুথি হামলার দুদিনের মাথায় সৌদি আরবের এ পাল্টা হামলার ঘটনা ঘটলো। সৌদি আরবের সংবাদ প্রকাশক আল অ্যারাবিয়া এক বিবৃতিতে জানিয়েছে, ইয়েমেনে হুথি  ‘সন্ত্রাসী’ এ হামলা পরিচালনা করা হয়েছে। হামলার মাধ্যমে সৌদি আরব তার লক্ষ্য পুরোপুরি বাস্তবায়ন করেছে। যদিও দেশটি দাবি করেছে তারা বেসামরিক নাগরিকদের হামলার পূর্বে সতর্ক করেছিল।উল্লেখ্য, ২০১৫ সাল থেকেই ইয়েমেনে যুদ্ধ করে আসছে সৌদি জোট। দেশটির ক্ষমতায় নিজের পছন্দের শাসক বসাতে মরিয়া আরব দেশগুলো। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী ইতিমধ্যে সেখানে লক্ষাধিক মানুষ নিহত হয়েছেন। একইসঙ্গে সৌদি সৃষ্ট কৃত্রিম দুর্ভিক্ষে মৃত্যুর ঝুঁকিতে রয়েছেন প্রায় অর্ধেক ইয়েমেনি নাগরিক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও