পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় শিলাবৃষ্টি, বইছে ঝোড়ো হাওয়া
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৯ মে ২০২৪, ১৯:৪৯
পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর। সেটি সত্য করে বৃহস্পতিবার (৯ মে) দুপুর থেকে রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রসহ মুষলধারে শিলাবৃষ্টি শুরু হয়েছে।
কয়েক সপ্তাহ ধরে তীব্র তাপপ্রবাহের পর গত সোমবার বৃষ্টি নেমেছিল পশ্চিমবঙ্গে। পরপর দুইদিন বৃষ্টি হওয়ার ফলে কলকাতার তাপমাত্রা নেমে এসেছিল স্বস্তিদায়ক পর্যায়ে। বৃহস্পতিবারও সকাল থেকেই আকাশ ছিল মেঘলা, গরম ছিল কম। তবে বিকেল গড়াতেই বজ্রসহ মুষলধারে বৃষ্টি শুরু হয়।