আর পড়তে চাই না, ৫ বছরের জন্য চলে গেলাম— বার্তা পাঠিয়ে উধাও ছাত্র

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৯ মে ২০২৪, ১৯:৫০

পড়ালেখা করতে মন চায় না, বাড়ি থেকে দূরে কোথাও চলে যেতে ইচ্ছে করে….। পড়ালেখার কারণে মনে মনে বাড়ি থেকে চলে যাওয়ার কল্পনা করে প্রায় সব শিক্ষার্থী। কিন্তু সেগুলো চিন্তাধারাতেই সীমাবদ্ধ থাকে; বাস্তবে রূপ নেয় না।


তবে ভারতের রাজস্থানে ১৯ বছর বয়সী এক শিক্ষার্থী সত্যি সত্যি বাড়ি থেকে চলে গেছে। মোবাইল ফোনে এক বার্তার মাধ্যমে তার বাবা-মাকে জানিয়েছে, সে আর পড়ালেখা করবে না এবং পাঁচ বছরের জন্য বাড়ি থেকে চলে যাচ্ছে। তবে প্রতি বছর অন্তত একবার বাড়িতে ফোন দেবে বলে আশ্বস্ত করেছে। সঙ্গে জানিয়েছেন তার কাছে বর্তমানে ৮ হাজার রুপি রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও