কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


নার্সিং দিবসে বিএনএ ওসমানী হাসপাতাল শাখার বর্ণাঢ্য র‌্যালী

দৈনিকসিলেটডটকম: আন্তর্জাতিক নার্সেস দিবস ও নার্সিং পেশার জনক ফ্লোরেন্স নাইটিংগেল এর জন্মদিন উপলক্ষ্যে বাংলাদেশ নার্সিং এসোসিয়েশন (বিএনএ) সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখা ও নার্সিং কলেজের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। রোববার (১২ মে) সকাল ১০টায় র‌্যালিটি হাসপাতাল করিডোর থেকে শুরু হয়ে কাজলশাহ এলাকা প্রদক্ষিণ শেষে হাসপাতালের জরুরী বিভাগে গিয়ে শেষ হয়। বর্ণাঢ্য র‌্যালিতে নেতৃত্ব দেন হাসপাতালের পরিচালক বি.গ্রে. জেনারেল মো. ইউনুছুর রহমান। বিএনএ ওসমানী মেডিকেল শাখার সভাপতি শামীমা নাছরিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বি.গ্রে. জেনারেল মো. ইউনুছুর রহমান। এসময় তিনি বলেন, নার্সিং পেশা একটি আন্তর্জাতিক মানের স্বীকৃত মহৎ পেশা। বর্তমান সরকার নার্সিং পেশাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে ইতোমধ্যে ১৫ হাজার নার্স ২য় শ্রেণির কর্মকর্তা পদমর্যাদায় নিয়োগ প্রদান করেছেন। নার্সিং পেশায় যেমন সম্মান তেমনি ক্যারিয়ার গড়ার সুবর্ণ সুযোগ রয়েছে। তাই তিনি সমাজের সকল শ্রেণির মেধাবী ছাত্র ছাত্রীদের উক্ত পেশায় অংশগ্রহণের আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. আবুল কালাম আজাদ, সেবা তত্ত্বাবধায়ক শিউলি আক্তার, উপসেবা তত্ত্বাবধায়ক রেনোয়ারা আক্তার, নার্সিং কলেজের অধ্যক্ষ ফয়সল আহমদ চৌধুরী, ইনস্ট্রাক্টর সুমা রানী দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন- বিএনএ ওসমানী হাসপাতাল শাখার উপদেষ্টা পরিমল বণিক, সহ সভাপতি ভ্রান্তি বালা দেবী, সহ-সভাপতি নজরুল ইসলাম বাবুল, সহ-সভাপতি মোছা. জুবেদা খানম, সহ-সভাপতি খাদিজা বেগম, সাংগঠনিক সম্পাদক অরবিন্দ চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সুলেমান আহমদ, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, মহেশ বিশ্বাস, কোষাধ্যক্ষ নিলুফার ইয়াসমীন, সহ-কোষাধ্যক্ষ রেবা রানী পাল, দপ্তর সম্পাদক ইমরান আহমেদ তাপাদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক চৌধুরী মো. সামছুল আলম, সহ-প্রচার সম্পাদক মো. নাজির আল, স্টুডেন্টস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি অনিক দে, সাধারণ সম্পাদক সিথী সিকদার, কোষাধ্যক্ষ তানজিনা আক্তার, অভিজিত পাল, সঞ্জয় শুক্ল বৈদ্য, মর্জিনা বেগম, খাদিজা, মহসিনা সাদিয়া, সোহান, রাকিব প্রমুখ। বার্তাপ্রেরক ইসরাইল আলী সাদেক সাধারণ সম্পাদক বিএনএ ওসমানী হাসপাতাল ১২.০৫.২০১৯
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন