![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2019/05/11/hong-kong.jpg/ALTERNATES/w640/Hong-Kong.jpg)
পার্লামেন্ট কক্ষেই মারামারিতে হংকংয়ের এমপিরা
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১১ মে ২০১৯, ০৩:১৫
হংকংয়ের কোনো বাসিন্দার নামে চীনের মূল ভূখণ্ড, ম্যাকাউ কিংবা তাইওয়ানে মামলা হলে, সন্দেহভাজন ওই অপরাধীকে প্রয়োজনে সেসব স্থানে পাঠানোর বিধান রেখে একটি আইনের সংশোধনী প্রস্তাব নিয়ে মারামারিতে জড়িয়েছেন হংকংয়ের এমপিরা।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- পার্লামেন্টে মারামারি
- হংকং