 
                    
                    শ্রীলঙ্কায় 'ইস্টার বোম্বিং'য়ে গ্রেফাতার টেকি
                        
                            এইসময় (ভারত)
                        
                        
                        
                         প্রকাশিত: ১১ মে ২০১৯, ০২:৪৩
                        
                    
                world: পুলিশের এক মুখপাত্র রুবন গুণসেকরা জানিয়েছেন, গত ২৭ এপ্রিলই বীরতুসার ওই কর্মীকে গ্রেফতার করা হয়েছে। বীরতুসা কর্তৃপক্ষও তাদের এক কর্মীর গ্রেফতার হওয়ার খবর স্বীকার করেছে। তবে, ওই কর্মীকে কেন গ্রেফতার করা হয়েছে, কোম্পানির কাছেও তা স্পষ্ট নয়।
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                