১৮ হাজার কোটি টাকা আয়ের রেকর্ড!
আগেই বলা ধারণা করা হয়েছিলো ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ বদলে দেবে হলিউডের সব হিসাব-নিকাশ। ছবিটি মুক্তির পর হয়েছেও তাই। গত ২২ এপ্রিল বিশ্বজুড়ে ছবিটি মুক্তির মাত্র দুই সপ্তাহের মাথায় আয় করেছে ২১৮ দশমিক ৯ কোটি মার্কিন ডলার। টাকার অঙ্কে তা ১৮ হাজার ৮২৫ কোটি। এটিই এখন পর্যন্ত বিশ্বে সর্বোচ্চ আয় করা সুপারহিরো ছবি। আর বিশ্ব চলচ্চিত্র ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ আয়ের ছবি। সব মিলিয়ে রেকর্ডের বন্যায় ভাসছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। বাংলাদেশের দর্শক ছবিটি দেখতে মুক্তির প্রথম সাত দিনে খরচ করেছেন ৩ কোটি টাকা। অন্যদিকে মুক্তির প্রথম সপ্তাহেই ভারতে ছবিটি আয় করেছে ৪৫০ কোটি টাকা, উত্তর আমেরিকা থেকে আয় ৩ হাজার কোটি টাকা আর চীন থেকে ৩ হাজার ৩০০ কোটি টাকা। ছবিটি মাত্র দুই সপ্তাহের ভেতরেই ‘টাইটানিক’, ‘স্টার ওয়ারস: দ্য ফোর্স অ্যাওয়েকেনস’ ও ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ ছবির বক্স অফিসের রেকর্ড ভেঙে দিয়েছে। এখন এই ছবির সামনে আছে শুধু ‘অ্যাভাটার’। ২০০৯ সালের ১০ ডিসেম্বর জেমস ক্যামেরুন পরিচালিত এই ছবি বিশ্বজুড়ে আয় করেছে ২৩ হাজার ৯০৮ কোটি টাকা। ব্যবসা সফলতা ছাড়াও সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছে ছবিটি।
- ট্যাগ:
- বিনোদন
- অ্যাভেঞ্জার্স