ট্রেনে কাটা দুই পা, ট্রলি নিয়ে ফের হাঁটছে তৈমুর
আনন্দবাজার (ভারত)
প্রকাশিত: ০৬ মে ২০১৯, ০২:২১
গত ৭ জানুয়ারি ইছাপুর স্টেশনের কাছে ট্রেনের নীচে পড়ে গিয়েছিল তৈমুর। তখন সে মাত্র দেড় মাসের। পিছনের দু’টি পা-ই কাটা পড়ে। ব্যারাকপুর পশু হাসপাতালে নিয়ে গিয়ে পায়ে অস্ত্রোপচার করা হলেও সে বাঁচবে কি না, তা নিয়ে সন্দেহ ছিল।