আল আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ এর গ্রাহক মতবিনিময় সভা অনুষ্ঠিত
আল আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ এর সিলেট জোনের সিলেট শহরের লালদিঘীর পাড় শাখা, জিন্দাবাজার শাখা ও আম্বখানা শাখার গ্রাহকদের নিয়ে গ্রাহক সচেতনতা বৃ্িদ্ধর লক্ষ্যে এক গ্রাহক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮শে এপ্রিল রোববার রাতে সিলেট নগরীর মিরাবাজারস্থ একটি স্থানীয় অভিজাত হোটেলে এ মতবিনিময় সভা হয়। ব্যাংকের এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও জিন্দাবাজার শাখার ব্যবস্থাপক এ. এস. এম গৌছ উদ্দীন সিদ্দিকীর সভাপতিত্বে এবং সিলেট জোনাল অফিসের কর্মকর্তা নুরুল আম্বিয়া চৌধুরী, এফএভিপি ও মো. সাইফুল ইসলাম, প্রিন্সিপাল অফিসারের যৌথ উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জোনের প্রধান মো. ফজলুল রহমান (আশরাফী)। প্রধান অতিথির বক্তব্যে তিনি সুদের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে জীবনের সর্বক্ষেত্রে সুদ পরিহার করে শরী"আহ ভিত্তিক অর্থনৈতিক কর্মকান্ডের উপর গুরুত্বারোপ করেন। তিনি আরো বলেন, পবিত্র কোরআন ও হাদিসের আলোকে পরিচালিত ব্যাংকিং ব্যবস্থা পৃথিবীর শ্রেষ্ঠ ব্যাংকিং ব্যবস্থা। পৃথিবীর বিভিন্ন দেশে ইসলামী শরীয়াভিত্তিক ব্যাংকিং অত্যন্ত এবং কল্যাণধর্মী ব্যাংকিং হিসাবে স্বীকৃতি পাচ্ছে এমনকি অমুসলিম দেশগুলোতেও ইসলামী ব্যাংকিং পদ্ধতির জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রধান আলোচকের বক্তব্য রাখেন ব্যাংকের শরী"আহ্ সুপারভাইজারি কমিটির সচিব ও ভাইস প্রেসিডেন্ট মোঃ আব্দুর রহিম খান। তিনি প্রচলিত সুদ ভিত্তিক ব্যাংকিং এবং ইসলামী শরীয়াভিত্তিক ব্যাংকিং এর তুলনামূলক চিত্র উপস্থাপন করেন এবং ব্যাংকিং-এর সর্বক্ষেত্রে ইসলামী শরী"আহ'র নিয়ম শৃঙ্খলা পুংঙ্খানুপুঙ্খভাবে পরিপালনের জন্য গ্রাহক ও ব্যাংক কর্মকর্তাদের অনুরোধ করেন। বক্তব্য রাখেন লালদিঘীরপাড় শাখার ব্যবস্থাপক ও ফাস্ট এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেসন্ট মো. ফারুক মিয়া ও আম্বরখানা শাখার ব্যবস্থাপক ও ফাস্ট এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোয়াজ্জেম হোসেন। মতবিনিময় সভায় গ্রাহকদের মধ্যে বক্তব্য ও উপস্থিত ছিলেন মোঃ উস্তার মিয়া, তোফাজ্জল হোসেন, আব্দুল কাদির, শাহ এমাদুর রহমান, মোঃ সাইফুল আলম, মোঃ আব্দূল মোনায়েম চৌধুরী, আলী আকবর, মাহমুদুল হোসেন তোফা, মাহবুবুল আলম মিলন, শামসুর রহমান সুজা, আব্দুস শহীদ বক্স, আব্দুর রহমান শাহীন, আব্দুর রহিম জামাল, আব্দুল লতিফ, নোমানী চৌধুরী, একলিম হোসেন চৌধুরী, ফখরুল হোসেন চৌধুরী, ছাড়াও তিনটি শাখার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন আম্বরখানা শাখার প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ দেলওয়ার হোসেন । পরিশেষে দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি হয়। বিজ্ঞপ্তি