রাজধানীর তেজগাঁওয়ে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে ২ জন। গতকাল ভোরে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় চেকপোস্ট চলাকালে এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে নাঈম হোসাইন ও জামাল হোসেন। তারা আন্তঃজেলা গাড়ি চোরাই চক্রের সদস্য বলে জানিয়েছে র্যাব। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। ‘বন্দুকযুদ্ধ’ শেষে তাদের কাছে থাকা চোরাই গাড়ি, বিদেশি পিস্তল, রামদা ও চাপাতিসহ দেশীয় অস্ত্র জব্দ করে র্যাব। র্যাব-২ এর কোম্পানি কমান্ডার এসপি মহিউদ্দিন ফারুকী জানান, বৃহস্পতিবার রাতে এই আন্তঃজেলা গাড়ি চোর চক্রের হানিফ ও লিটন নামে দুই সদস্যকে গাজীপুর থেকে আটক করে র্যাব। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, তাদের একটি গ্রুপ ঢাকায় আসছে। ওই খবরে ঢাকার সম্ভাব্য দুই জায়গায় চেকপোস্ট বসানো হয়। তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার চেকপোস্টে চোর চক্রের সদস্যদের থামতে বললে তারা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে গুলি ছুড়লে গাড়ি চোর চক্রের ওই দুই সদস্য গুলিবিদ্ধ হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তবে এ সময় ওই চক্রটির বাকি সদস্যরা পালিয়ে যায়। চক্রটির সব সদস্যকে আইনের আওতায় নিয়ে আসতে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এসপি মহিউদ্দিন ফারুকী।তিনি বলেন, অনেক দিন ধরে গাড়ি চোর চক্রকে গ্রেপ্তারে তদন্ত ও অভিযান পরিচালনা করে আসছিলাম। ভুক্তভোগীদের অভিযোগ ও তদন্তে জানা গেছে, চক্রটি কখনো গাড়ি চুরি, কখনো গাড়ি ডাকাতি করতো। এরপর মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে টাকার বিনিময়ে গাড়ি ফেরত দেয়া হবে বলে জানাতো। কিন্তু টাকা নিয়েও গাড়ি ফেরত দিতো না। চক্রটি রাজধানীর রায়েরবাজার, মাদারীপুর, টঙ্গী, কেরানীগঞ্জ ও মুন্সীগঞ্জ থেকে বেশ কিছু গাড়ি চুরি করেছে।‘বন্দুকযুদ্ধে’ নিহত নাঈম হোসেন (৩৫) মাদারীপুর জেলার কালকিনি উপজেলার বাটবালি গ্রামের মৃত সিকিস আলী পুত্র এবং জামাল হোসেন (৩৮) ঝালকাঠী জেলা সদরের গগন গ্রামের মৃত দলিল উদ্দিন হাওলাদারের পুত্র।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.