কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নেই খাবার, নেই জল-পুষ্টি-শিক্ষা তবু স্বপ্নচাষ করছেন বিশ্বের সেরা এই শিক্ষক

এনডিটিভি (ভারত) প্রকাশিত: ২৫ মার্চ ২০১৯, ১৫:৩০

জাতীয় বিজ্ঞান প্রতিযোগিতায় দেশের সেরা বিদ্যালয় হয়ে উঠেছে কেনিয়ার গ্রামীণ প্রত্যন্ত অঞ্চলের এই স্কুল। সামান্য ক্ষমতা, অপ্রতুলতা আর বহু না পাওয়াকে নিয়েও তাবিচির নেতৃত্বে বিজয়ী হয়েছে তাঁরা। খরা ও দুর্ভিক্ষ কবলিত কেনিয়ার গ্রস্ত উপত্যকায় একটি প্রত্যন্ত অর্ধ-শুষ্ক এলাকায় পাবানি গ্রামের কেরিকো মিক্সড সেকেন্ডারি স্কুলে (Keriko Mixed Day Secondary School) ৩৬ বছর বয়সী শিক্ষক তাবিচি তবু নতুন জীবনের পাঠ শেখান রোজ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও