কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শৈলকুপায় নির্বাচন পরবর্তী সহিংসতা, বাড়িঘরে হামলা ভাংচুর

মানবজমিন প্রকাশিত: ২৫ মার্চ ২০১৯, ১২:২৮

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিভিন্ন স্থানে নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনা ঘটেছে। বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। উপজেলা জুড়ে পুলিশ ও বিজিবি’র টহল জোরদার করা হয়েছে। ভোটের শেষে রোববার রাতে ধর্মপাড়ায় লিটন হোসেন, টেন্টু মিয়া, ইসাহাক আলি, চান্নু মিয়া ও দিলদার হোসেনের বাড়িতে হামলা চালিয়েছে প্রতিপক্ষরা। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, আলম মন্ডল লোকজন নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। তারা ভাঙচুর ও লুটপাট করে বলেও অভিযোগ করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালেহ উদ্দিন বলেন, ঘটনার সঙ্গে জড়িত ২ জনকে আটক করা হয়েছে। অপরদিকে পাঁচপাকিয়া গ্রামের আইয়ুব আলি, মমরেজ আলি, ওয়াহেদ আলি ও উজির অলির বাড়িতে আজ সকালে হামলা করেছে আনারস প্রতিকের সমর্থকরা। তারা বাড়িতে হামলা ও ভাঙচুর করে। এখানেও খবর পেয়ে পুলিশ যায়। রোবাবার রাতে বগুড়া গ্রামে আবুর বাড়িতেও হামলার ঘটনা ঘটেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও