শাহজালালে ৩৬ সোনার বারসহ দুই বিমানবালা আটক
মানবজমিন
প্রকাশিত: ১৮ মার্চ ২০১৯, ০৪:৪৯
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৬ পিস সোনার বারসহ সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের ২ বিমানবালাকে আটক করেছে ঢাকা কাস্টম হাউসের কর্মকর্তারা। আটক দুই বিমানবালা হলো- সায়মা আক্তার ও ফারজানা আফরোজ। তারা বাংলাদেশের নাগরিক। রোববার মধ্যরাতে ওই দুই বিমানবালাকে অটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩৬ পিস সোনার বার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ১০ লক্ষ টাকা। ঢাকা কাস্টম হাউসের উপ-কমিশনার অথেলো চৌধুরী জানান, রোববার দিবাগত রাত ২টার দিকে ঢাকায় আসা সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০২ ফ্লাইটে ওই দুই এয়ার হোস্টেস ছিলেন। পরে বিমানবন্দর আর্মড পুলিশের সহায়তায় তাদের আটক করে ঢাকা কাস্টম হাউস। তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে।