বিষাদসিন্ধুতে জোয়ার–ভাটা
প্রথম আলো
প্রকাশিত: ১৪ মার্চ ২০১৯, ১১:১৯
প্রয়াণের ৯ মাস আগে ২০০৭ খ্রিষ্টাব্দের ২০ এপ্রিল রাত ৪টায় দিনলিপি লিখতে বসেছিলেন সেলিম আল দীন। তার মাসখানেক আগে সম্পন্ন করা একটি নাটক নিয়ে লিখেছিলেন, আমি পুত্র বলে যে নাটকটি লিখেছি, তা প্রায় কালবৈশাখীকে কলমে ভরে। নইলে একটানা ছিয়ানব্বই ঘণ্টা লেখার গতিটা পেলাম কী করে। সেলিম আল দীন চলে যাওয়ার প্রায় ১২ বছর পর পুত্র নাটকটি মঞ্চে এনেছে ঢাকা থিয়েটার। নির্দেশনা দিয়েছেন সেলিমের বহু নাটকের...
- ট্যাগ:
- বিনোদন
- বিষাদ সিন্ধু
- মঞ্চ নাটক
- ঢাকা