You have reached your daily news limit

Please log in to continue


অন্যরকম রুনা

চলতি সময়ে ব্যস্ত অভিনেত্রী রুনা খান। নিয়মিত টিভি ধারাবাহিক ও খণ্ড নাটকে অভিনয় করছেন তিনি। নানা চরিত্রে দর্শকের সামনে নিজেকে উপস্থাপন করে থাকেন তিনি। যদিও এই সময়ের অনেক নাটকই গতানুগতিক গল্পে নির্মাণ হচ্ছে। তবুও নতুন কোনো চরিত্র পেলে সেটিকে সাধ্যমত চেষ্টা করেন দর্শকের কাছে গ্রহণযোগ্য করে তোলার। সম্প্রতি কুয়াকাটা থেকে ফিরেছেন এই অভিনেত্রী। সেখানে ‘জলপুত্র’ শিরোনামের একটি ধারাবাহিকের শুটিং করেন তিনি। এটি নির্মাণ করছেন পারভেজ আমিন। ধারাবাহিকটি নির্মিত হচ্ছে কথা সাহিত্যিক হরিশংকর দাসের ‘জলপুত্র’ উপন্যাস অবলম্বনে। জেলে জীবনের গল্প নিয়েই এই ধারাবাহিকটি নির্মাণ হচ্ছে। এখানে অন্যরকম এক রুনা খানকে দেখা যাবে বলেও জানান তিনি। তিনি বলেন, ঢাকায় ফেরার পরেও মনে হচ্ছে জেলে পল্লী ও সাগর পাড়ের ছায়া আমার চারপাশে। এই ধারাবাহিকের গল্প ও চরিত্র আমার মনে দারুণ দাগ কেটেছে। এই ধরনের চরিত্রে অভিনয় করা যেকোনো অভিনেত্রীর জন্য আনন্দের। এই ধারাবাহিকটি ছাড়াও রুনা খানের হাতে আরো আছে ‘অর্ধেক সত্য’, ‘হাজার বত্রিশ’, ‘জোছনাময়ী’ ও ‘টিনের চশমা’ শিরোনামের কয়েকটি ধারাবাহিক। ছোট পর্দার বাইরে বড় পর্দায়ও অভিনয় করছেন এই অভিনেত্রী। খুব শিগগিরই মুক্তি পাবে তার অভিনীত ‘সাপলুড়ু’ শীর্ষক ছবি। এই ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন তিনি। এটি নির্মাণ করছেন গোলাম সোহরাব দোদুল।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন