ঢাকা উত্তরে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচনের ভোটগ্রহণ উপলক্ষে তিনদিন মোটরসাইকেল চলাচলের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নিষেধাজ্ঞা অনুযায়ী মঙ্গলবার রাত ১২টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত মোট ৫৪ ঘণ্টা নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচল করতে পারবে না। নিষেধাজ্ঞা বাস্তবায়নের জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবকে নির্দেশনা পাঠানো হয়েছে। ইসি উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ নির্দেশনা পাঠানো হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম বলেন, সব ধরনের যন্ত্রচালিত যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এক্ষেত্রে মোটরসাইকেল বন্ধ থাকবে তিনদিন। আর অন্যান্য যান একদিনের জন্য বন্ধ থাকবে। তবে, ডিএনসিসির ভেতর দিয়ে প্রধান সড়কে আন্তঃজেলা পরিবহন চলাচল করবে। নিষেধাজ্ঞার আওতায় পড়বে সংযোগ সড়কগুলো। একই রকম জনগণের অসুবিধার কথা চিন্তা করে ডিএনসিসির মধ্যে মহাসড়ক ছাড়াও আন্তঃজেলা বা মহানগর থেকে বাইরে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক ও প্রধান প্রধান রাস্তার সংযোগ সড়ক বা ওইরকম রাস্তায় যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা শিথিল থাকবে। তিনি আরো বলেন, যান চলাচল নিষিদ্ধ থাকলেও রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের নির্বাচনী এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক, নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, নির্বাচন কমিশন থেকে পরিচয়পত্র পাওয়া বৈধ পরিদর্শকের ওপর নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এ ছাড়া, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক ও টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য যানবাহন চালাচলও এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। অন্যদিকে জাতীয় মহাসড়ক, বন্দর ও জরুরি পণ্য সরবরাহসহ অন্যান্য জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞা শিথিলের জন্য প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা নিতে পারবে। বিমানবন্দরে যাত্রী যাওয়ার গাড়ি এবং বিদেশ থেকে আসা যাত্রী ও তার আত্মীয় স্বজনের চলাচলের জন্য গাড়ির ক্ষেত্রেও নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এজন্য প্লেনের টিকিট তথা উপযুক্ত প্রমাণ সঙ্গে রাখতে হবে। বিদেশি কূটনৈতিক ও দূতাবাসে কর্মরত দেশি-বিদেশির দূতাবাসে চলাচলের গাড়িও এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। উল্লেখ্য, ২৮শে ফেব্রুয়ারি ডিএনসিসি’র মেয়র পদে উপ-নির্বাচনসহ ১৮টি নতুন ওয়ার্ড এবং এবং দুটি ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। মোট ২০টি ওয়ার্ডের নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই মঙ্গলবার রাত ১২টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত তিনদিনের জন্য মোট ৫৪ ঘণ্টা মোটরসাইকেল চলাচল একদম নিষেধ। অন্যদিকে, ২৭শে ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ২৮শে ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টার জন্য অন্য সব যান চলাচল বন্ধ থাকবে।