কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পিপিপি’র মাধ্যমে বিটিএমসির বন্ধ মিলগুলো পুনরায় চালু করা হবে

মানবজমিন প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, বন্ধ টেক্সটাইল মিলগুলো পুনরায় পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি)’র মাধ্যমে চালু করা হবে। গতকাল রাজধানীর বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন (বিটিএমসি) ভবনে এক আলোচনা সভায় মন্ত্রী একথা বলেন। গোলাম দস্তগীর গাজী বলেন, বর্তমান সরকার বিটিএমসি’র টেক্সটাইল মিলগুলো সরকারি সহায়তায় বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি)’র মাধ্যমে চালু করে টেক্সটাইল পল্লী গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। যার মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। দেশের বেকার সমস্যার সমাধান হবে। বিগত জোট সরকারের সময়ে দেশে বিদ্যুতের ব্যাপক ঘাটতি ছিল কিন্তু এখন বিদ্যুতের কোনো অভাব নেই। ?অর্থাৎ নতুন শিল্পাঞ্চল চালু করতে হলে যে বিদ্যুতের দরকার দেশে তার কোনো ঘাটতি নাই। সর্বোপরি বন্ধ মিলগুলো পুনরায় চালু করে শিল্পায়নের ধারাকে ত্বরান্বিত করা হবে। তিনি বলেন, পিপিপি (পাবলিক প্রাইভেট পার্টনারশিপ)- এর মাধ্যমে নতুন টেক্সটাইলগুলো কীভাবে আরো দ্রুত সময়ের মধ্যে চালু করার ব্যবস্থা করা যায় তার ব্যবস্থা করা হবে। এজন্য সরকার ও বেসরকারি উদ্যোক্তাদের পরিকল্পনা এবং সহযোগিতা দরকার। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মিজানুর রহমান, বিটিএমসি’র চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ কামরুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও