![](https://media.priyo.com/img/500x/https://www.mzamin.com/asset/images/logos.png)
ইয়াবাসহ সাবেক বিমানবালা ও তার প্রেমিক আটক
মানবজমিন
প্রকাশিত: ২২ জানুয়ারি ২০১৯, ১১:৫৯
ইয়াবাসহ সাবেক এক বিমানবালা ও তার প্রেমিককে আটক করা হয়েছে। আজ ভোরে কক্সবাজার থেকে ঢাকা যাওয়ার পথে নগরের রেল স্টেশন এলাকা থেকে তাদের আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাদের কাছ থেকে ৭ হাজার ৮৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক দু’জন হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর এলাকার স্মৃতি আক্তার (২৪) ও কক্সবাজার জেলার জোবাইর উদ্দিন (২৮)। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।স্মৃতি আক্তার র্যাবের কাছে নিজেকে বেসরকারি একটি এয়ারলাইন্সের সাবেক বিমানবালা পরিচয় দেন। র্যাব কর্মকর্তা মো. মাশকুর রহমান জানান, সম্ভবত স্মৃতি আক্তার চাকরি হারিয়ে ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়েন। প্রেমিক জোবাইর উদ্দিনের সহযোগিতায় ইয়াবা ব্যবসা করে আসছিলেন তিনি।