বৈষম্যের চড়াই পেরিয়ে চুড়োয় পা প্রথম মহিলার

এইসময় (ভারত) প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০১৯, ০৮:৩৬

nation: পথটা বড়ই বন্ধুর। পদে পদে মৃত্যুভয়। শরীরের শক্তিও প্রায় শেষ হয়ে এসেছে। কিন্তু পাহাড়চুড়ো যে ছুঁতেই হবে। কারণ কেরালার ধন্যা সানাল বিপদসঙ্ক‌ুল অগস্ত্যকুড়ম চুড়োর কাছে তো শুধু 'অ্যাডভেঞ্চারের' নেশায় ছুটে যাননি, গিয়েছিলেন লিঙ্গবৈষম্যের বেড়া ভাঙতেও। আর তাই মঙ্গলবার যখন প্রথম মহিলা ট্রেকার হিসেবে ১৮৬৮ মিটার লম্বা ওই চুড়োয় পা রাখলেন তিনি, তখন নীচে সমতলের বিস্তীর্ণ অংশের পাশাপাশি নারীবিরোধী বৈষম্যমূলক ভাবনাচিন্তাও লুটোপুটি খাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও