১৭ বছর পর তৃতীয় সিলেটী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী হলেন মোমেন

আমাদের সময় প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০১৯, ২০:১৭

সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন দেশের ২০তম পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিলেন। দীর্ঘ ১৭ বছর পর পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেলেন আরেক সিলেটী। এর আগে আরো দু’জন সিলেটী গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।  স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন বৃহত্তর সিলেটের সন্তান আব্দুস সামাদ আজাদ। ১৯৭১ সালের ডিসেম্বর থেকে ১৯৭৩ সালের মার্চ পর্যন্ত প্রথমবারের দায়িত্ব পালন করেন তিনি। ২১ বছর পর ১৯৯৬ সালের আওয়ামী লীগ সরকার গঠনের পর দ্বিতীয় মেয়াদে আবারও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি। ২০০১ সালের জুলাই পর্যন্ত দায়িত্ব পালন করেন সাবেক এই কূটনীতিক।  ১৯৮৪ সালের জুন মাস থেকে ১৯৮৫ সালের জুলাই মাস পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন সিলেটের আরেক সন্তান হুমায়ুন রশীদ চৌধুরী। এরপর সোমবার একই মন্ত্রণালয়ের দায়িত্ব পান ড. একে আব্দুল মোমেন।  অর্থনীতি বিষয়ে পড়াশোনা করা মোমেন পেশায় শিক্ষক ও কূটনীতিক। আওয়ামী লীগ সরকারের গত দুই মেয়াদে সৌদি আরবে রাষ্ট্রদূত ও ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন মোমেন।  উল্লেখ্য, সিলেটিদের মধ্যে তৃতীয় ব্যক্তি হিসেবে এ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী মোমেন সদ্য সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের ছোট ভাই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও