অঘটনের শিকার লিভারপুলের বিদায়

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০১৯, ০৯:৫৫

ইংলিশ ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ আসর এফএ কাপে পুঁচকে ওলভারহ্যাম্পটন ওয়ার্ন্ডাসের কাছে ২-১ গোলে হেরে তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিল লিভারপুল। চলতি মৌসুমে প্রথমবার টানা দুটি ম্যাচেও হার দেখলো ইয়র্গান ক্লপের শিষ্যরা। গত সপ্তাহে প্রিমিয়ার লিগে হাইভোল্টেজ ম্যাচে ম্যানচেস্টার সিটির কাছে ২-১ গোলে হেরেছিল অল রেডসরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত আমাদের আরও ৪ টি সংবাদ আছে

এফএ কাপ থেকে লিভারপুলের বিদায়

চ্যানেল আই ৬ বছর আগে

ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা লিভারপুলকে আগের ম্যাচে মাটিতে নামিয়ে ছিল ম্যানচেস্টার সিটি। টানা দ্বিতীয় ম্যাচে তাদের ধাক্কা দিল উলভারহ্যাম্পটন ওন্ডারার্স। শুধু ধাক্কাই নয়, একেবারের বিদায় করে দিয়েছে অল রেডরা। সোমবার রাতে এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে লিভারপুলকে ২-১ গোলে হারিয়েছে উলভারহ্যাম্পটন। এতেই এফএ কাপের তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছে ইয়ুর্গেন ক্লপের দলকে। লিভারপুল …

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

এফএ কাপ নয়, লিগেই নজর লিভারপুলের

প্রথম আলো ৬ বছর আগে

গত রাতে এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে উলভারহ্যাম্পটনের সঙ্গে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে লিভারপুল। না হয় মানা গেল এফএ কাপ নয় লিগ শিরোপাকেই পাখির চোখ করেছেন ইয়ুর্গেন ক্লপ। এরপরও ইংল্যান্ডের প্রাচীনতম জাতীয় ফুটবল টুর্নামেন্টের তৃতীয় রাউন্ড থেকে বাদ পড়া যে কোনো লিভারপুল সমর্থককেই কষ্ট দেবে। কাল উলভারহ্যাম্পটনের মাঠে ২-১ গোলে হেরে ক্লপের শিষ্যরা এফএ কাপ অভিযান থেকে খালি হাতেই ঘরে ফিরেছে। অথচ এই...

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

এফএ কাপ থেকে লিভারপুলের বিদায়

এফএ কাপ বলে দুর্বল লাইন আপ নিয়ে মাঠে নেমেছিলো প্রতিযোগিতার সাতবারের চ্যাম্পিয়ন লিভারপুল। ইংলিশ ক্লাবটি তার মাশুল দিলো তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়ে। উলভারহ্যাম্পটনের কাছে ২-১ গোলে হেরেছে রেডরা। শুরুর একাদশে ৯টি পরিবর্তন আনেন ক্লপ। যার মধ্যে টিন এজার ছিলো তিনজন! এমন সুযোগটা ভালোভাবে নেয়...

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

এফএ কাপে লিভারপুরের বিদায়

মানবজমিন ৬ বছর আগে

সোমবার রাতে উলভারহ্যাম্পটন ওয়ান্ডার্সের কাছে ২-১ গোলে হেরে এফএ কাপের তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছে লিভারপুল। উলভারহ্যাম্পটনের হয়ে গোল করেন জিমিনেজ(৩৮মি.) এবং নেভস(৫৫মি.)। লিভারপুলের হয়ে একমাত্র গোলটি করেন অরিগি(৫১মি.)। লিভারপুলের মাঠে ৩৮ বছর পর প্রথমবারের মত জয় পায় উলভারহ্যাম্পটন। আগের ছয় ম্যাচের একটিতেও জয়ের মুখ দেখেনি  (তিন ড্র ,তিন  হার) সফরকারীরা। এর আগে ইংলিশ প্রিমিয়ার লীগে টানা ২০ ম্যাচ অপরাজেয় ছিল ক্লপের শিষ্যরা। লীগের শেষ ম্যাচে ম্যানচেস্টার সিটির কাছে হেরে জয়রথ থামে লিভারপুলের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

আরও