![](https://media.priyo.com/img/500x/http://cdn.banglatribune.com/contents/cache/images/600x315x1/uploads/media/2018/12/24/ffb0062e550565d99cd061f927b85e1b-5c2073ad448aa.jpg?jadewits_media_id=425469)
অপচিকিৎসার শিকার হচ্ছে ডায়রিয়ায় আক্রান্ত শিশুরা!
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৮, ১১:৪৩
ডায়রিয়া হলে শিশুকে ওরস্যালাইন খাওয়ানোর পাশাপাশি সব ধরনের খাবার দিতে হবে, এটাই স্বাভাবিক চিকিৎসা। কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে ডায়রিয়া আক্রান্ত শিশুরা অপচিকিৎসার শিকার হচ্ছে। এই অবস্থা প্রতিরোধে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির প্রতি গুরুত্বারোপ করছেন চিকিৎসকরা।