লক্ষ্মীপুরের রামগঞ্জে তামান্না আক্তার সোনিয়া নামের এক স্কুলছাত্রী অপহরণের ১ মাস ৮ দিন পর সুধারাম মডেল থানা পুলিশ সেনবাগ থেকে উদ্ধার করেছে। অপহৃতা সোনিয়া উপজেলার শাহজকি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। গত ১০ই আগস্ট সকালে বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে পূর্ব থেকে ওত পেতে থাকা মুখোশধারীরা অস্ত্রের মুখে ওই ছাত্রীকে মাইক্রোগাড়িতে তুলে নিয়ে যায়। সোনিয়া আক্তার রামগঞ্জ উপজেলার ৮নং করপাড়া ইউনিয়নের হাফেজ মিঝি বাড়ির মো. সালাউদ্দিনের মেয়ে। অপহরণের ঘটনায় অপহৃতার বাবা সালাউদ্দিন গত ১৮ই আগস্ট বাদী হয়ে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে নোয়াখালী জেলার সুধারাম থানার দাদপুর ইউনিয়নের খলিফারহাটের জহির মেম্বারসহ ৪ জনকে আসামি করে একটি অপহরণ ও ধর্ষনের মামলা করে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.